ঢাকা ১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গাজার হাসপাতালে প্রতি ১০ জনে ৪ জন শিশু

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • / ৫২৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজার হাসপাতালে প্রতি ১০ জনের মধ্যে চার জনই শিশু বলে জানিয়েছেন গাজায় কর্মরত লন্ডনের চিকিৎসক গাসান আবু-সিত্তাহ। তিনি বলেন, হাসপাতালে যে রোগী তিনি দেখেছেন তার ৪০ শতাংশ শিশু এবং তাদের সকলেই কেউ বাবা, কেউ মাকে বা কেউ বাবা-মাকে দুজনকে হারিয়েছে।দুর্ভাগ্যবশত এই শিশুদের সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে।

মঙ্গলবার রাতে আল আহলি হাসপাতালে বিস্ফোরণের সময় কী ঘটেছিল তা বর্ণনা করছেন গাজায় কর্মরত চিকিৎসক গাসান আবু-সিত্তাহ।

তিনি বলেন, ‘বিমান হামলা যখন আঘাত হানে তখন আমি অপারেশন রুমে ছিলাম। অপারেশন রুমের সিলিং আমাদের উপর পড়েছিল।’

“সেখানে শত শত মরদেহ, শরীরের বিচ্ছিন্ন অংশ ছিল, প্রাথমিক অঙ্গবিচ্ছেদ করা লোক ছিল।

মঙ্গলবার রাতে মধ্য গাজার আল-আহলি আরব হাসপাতালে বিমান হামলা চালায় ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত ৪৭১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩১৪ জন।

প্রায় ১২ দিন ধরে গাজা ভূখণ্ডে চলা ইসরায়েলের ভয়াবহ হামলার মধ্যে হাসপাতালে চালানো এ হামলাটি সবচেয়ে প্রাণঘাতী একক ঘটনা। মঙ্গলবার এ হামলা হওয়ার পর থেকে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। তবে ইসরায়েল এ হামলার দায় অস্বীকার করেছে।

এদিকে, পশ্চিমারা এ হামলার জন্য উল্টো হামাসকে অভিযুক্ত করার চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন

গাজার হাসপাতালে প্রতি ১০ জনে ৪ জন শিশু

আপডেট সময় : ০৯:৫৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

গাজার হাসপাতালে প্রতি ১০ জনের মধ্যে চার জনই শিশু বলে জানিয়েছেন গাজায় কর্মরত লন্ডনের চিকিৎসক গাসান আবু-সিত্তাহ। তিনি বলেন, হাসপাতালে যে রোগী তিনি দেখেছেন তার ৪০ শতাংশ শিশু এবং তাদের সকলেই কেউ বাবা, কেউ মাকে বা কেউ বাবা-মাকে দুজনকে হারিয়েছে।দুর্ভাগ্যবশত এই শিশুদের সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে।

মঙ্গলবার রাতে আল আহলি হাসপাতালে বিস্ফোরণের সময় কী ঘটেছিল তা বর্ণনা করছেন গাজায় কর্মরত চিকিৎসক গাসান আবু-সিত্তাহ।

তিনি বলেন, ‘বিমান হামলা যখন আঘাত হানে তখন আমি অপারেশন রুমে ছিলাম। অপারেশন রুমের সিলিং আমাদের উপর পড়েছিল।’

“সেখানে শত শত মরদেহ, শরীরের বিচ্ছিন্ন অংশ ছিল, প্রাথমিক অঙ্গবিচ্ছেদ করা লোক ছিল।

মঙ্গলবার রাতে মধ্য গাজার আল-আহলি আরব হাসপাতালে বিমান হামলা চালায় ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত ৪৭১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩১৪ জন।

প্রায় ১২ দিন ধরে গাজা ভূখণ্ডে চলা ইসরায়েলের ভয়াবহ হামলার মধ্যে হাসপাতালে চালানো এ হামলাটি সবচেয়ে প্রাণঘাতী একক ঘটনা। মঙ্গলবার এ হামলা হওয়ার পর থেকে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। তবে ইসরায়েল এ হামলার দায় অস্বীকার করেছে।

এদিকে, পশ্চিমারা এ হামলার জন্য উল্টো হামাসকে অভিযুক্ত করার চেষ্টা করছে।