বিএনপির সব কাজই ধ্বংসাত্মক, দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৯:২৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- / ৪৩৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার আদর্শ অনুসরণ করে দেশের উন্নয়নে কাজ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে দেশের উন্নয়ন। বিএনপির সব কাজই ধ্বংসাত্মক, এই বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।
তেজগাঁও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় ১৫০টি সেতু, ১৪টি ওভারপাস, স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস পরীক্ষা কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার ( ১৯ অক্টোবর ) এসব কথা বলে সরকার প্রধান। এ সময় শেখ হাসিনা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৬৭ জনের পরিবারকে অর্থ সহায়তাও প্রদান করেন।
প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনে আপত্তি নেই, আগুন সন্ত্রাস করলে কাউকে ছাড় দেয়া হবে না। আন্দোলনের নামে গাড়িতে আগুন দিয়ে মানুষ এবং সম্পদের ক্ষতি করলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে।
বিএনপির ধ্বংসযজ্ঞের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এখন যারা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছেন তাদের বিএনপির ধ্বংসযজ্ঞের কথাও মনে রাখতে হবে। এদের কথা, এদের কাজ সবই ধ্বংসাত্মক। এ ব্যাপারে দেশবাসীকে আমি সতর্ক করব। আজকের উন্নয়ন ধ্বংস করুক, সেটা আমরা চাই না।’
প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনে বারবার হামলা মেনে নেয়া যায় না। দখল করা জায়গা ছাড়তে হবে ইসরায়েলকে।
গাজায় ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনায় আগামী শনিবার বাংলাদেশ শোক পালন করবে বলেও জানান প্রধানমন্ত্রী।
দেশের ৩৯ জেলায় এই ১৫০ সেতু নির্মাণ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। সবচেয়ে বেশি ৪০টি সেতু রয়েছে ময়মনসিংহ বিভাগে। ঢাকা বিভাগে ৩২, চট্টগ্রামে ২৭, রাজশাহীতে ২২, খুলনায় ১২, বরিশাল ও রংপুরে ৮টি এবং সিলেট বিভাগে একটি সেতু রয়েছে।
সেতুগুলোর মোট দৈর্ঘ্য ৯ হাজার ৪৫৪ মিটার। নির্মাণে মোট ব্যয় তিন হাজার ২৮৭ কোটি ৫০ লাখ টাকা। সবচেয়ে বড় সেতুটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় নির্মিত ৫৫৮ দশমিক ২১ মিটার দীর্ঘ তিতাস সেতু।