বিশ্বকাপে হাজার রান ছুঁয়েছেন মুশফিকুর রহিম

ক্রীড়া ডেস্ক
- আপডেট সময় : ০৫:০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- / ৪৭০ বার পড়া হয়েছে

বিশ্বকাপের ইতিহাসে নিজের ব্যক্তিগত ১ হাজার রান পূর্ণ করতে মুশফিকুর রহিমের প্রয়োজন ছিল মাত্র চার রানের। ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে নে রেকর্ড গড়ে ফেললেন তিনি। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডে বিশ্বকাপ মঞ্চে ১ হাজার রান পূর্ণ হলো মুশফিকের।
তবে পঞ্চম বিশ্বকাপ খেলা মুশফিক ইনিংসের হিসেবে সবচেয়ে ধীরগতির, যেখানে তাঁর সঙ্গী শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী ওপেনার সনাৎ জয়াসুরিয়া। মুশফিক ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে খেলেছেন ৩২ ইনিংস। ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যে পথচলা শুরু তার, আজ ভারতের বিপক্ষে নেমে ছুঁয়েছেন এই মাইলফলক।
এই পাঁচ বিশ্বকপে ১টি শতক ও ৮টি অর্ধশতকের ইনিংস খেলেছেন তিনি। সর্বোচ্চ ১০২* রানের ইনিংসটা খেলেছিলেন ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে।