ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সংঘাতের জন্য নেতানিয়াহুকে দায়ী করলেন ওলমার্ট

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • / ৪২৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হামাস-ইসরায়েল চলমান সংঘাতের জন্য ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। এসময় যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির কারণে কূটনৈতিক সমাধান বাতিলের আশঙ্কা প্রকাশ করেন ইহুদ ওলমার্ট।

গত ৭ অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে আকস্মিক হামলা চালায় হামাস। এরপর থেকেই হামাসকে নির্মূলে গাজা উপত্যকায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। সংঘাতে দিন যত গাড়াচ্ছে তত তীব্র হচ্ছে ইসরায়েলের হামলা।

ইসরায়েল-হামাস সংঘাত নিয়ে সম্প্রতি বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট। এসময় হামাসের সক্ষমতা বৃদ্ধির জন্য দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেন তিনি। এমনকি ইসরায়েলে হামাসের হামলার জন্যও নেতানিয়াহু দায়ী বলে মত তার।

ইসরায়েলের সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, ‘ইসরায়েল ভূখণ্ডে হামাসের হামলার জন্য নেতানিয়াহু দায়ী। হামাসের সামরিক শক্তি ও সক্ষমতা বৃদ্ধির জন্যও নেতানিয়াহু দায়ী। দেশের ৮০ শতাংশ মানুষ তাকে ক্ষমতায় দেখতে চায় না।’

ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ইস্যুতেও কথা বলেন ওলমার্ট। বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির কারণে কূটনৈতিক সমাধান বাতিলের শঙ্কা বাড়ছে।

যেকোনো সময় গাজা উপত্যকায় ত্রিমুখী অভিযান শুরুর পরিকল্পনা করছে ইসরায়েল। গাজায় ইসরায়েলের হামলার তীব্রতার বিরোধিতা করে উপত্যকায় ক্ষয়ক্ষতি কমানোর উপর জোর দেন তিনি।

ইহুদ ওলমার্ট বলেন, আমাদের উচিৎ উচিৎ উভয় পক্ষের ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করা। এটা কোনো হত্যার প্রতিযোগিতা না। আমরা বেসামরিক নাগরিক হত্যা করতে চাই না। শান্তির জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। তবে হামাস থাকতে শান্তি প্রতিষ্ঠিত হবে না।’

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। ওলমার্টের শাসনামলেও ২০০৮ সালে গাজায় স্থল অভিযান পরিচালনা করেছিল ইসরায়েল।

নিউজটি শেয়ার করুন

সংঘাতের জন্য নেতানিয়াহুকে দায়ী করলেন ওলমার্ট

আপডেট সময় : ০৭:০০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

হামাস-ইসরায়েল চলমান সংঘাতের জন্য ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। এসময় যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির কারণে কূটনৈতিক সমাধান বাতিলের আশঙ্কা প্রকাশ করেন ইহুদ ওলমার্ট।

গত ৭ অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে আকস্মিক হামলা চালায় হামাস। এরপর থেকেই হামাসকে নির্মূলে গাজা উপত্যকায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। সংঘাতে দিন যত গাড়াচ্ছে তত তীব্র হচ্ছে ইসরায়েলের হামলা।

ইসরায়েল-হামাস সংঘাত নিয়ে সম্প্রতি বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট। এসময় হামাসের সক্ষমতা বৃদ্ধির জন্য দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেন তিনি। এমনকি ইসরায়েলে হামাসের হামলার জন্যও নেতানিয়াহু দায়ী বলে মত তার।

ইসরায়েলের সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, ‘ইসরায়েল ভূখণ্ডে হামাসের হামলার জন্য নেতানিয়াহু দায়ী। হামাসের সামরিক শক্তি ও সক্ষমতা বৃদ্ধির জন্যও নেতানিয়াহু দায়ী। দেশের ৮০ শতাংশ মানুষ তাকে ক্ষমতায় দেখতে চায় না।’

ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ইস্যুতেও কথা বলেন ওলমার্ট। বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির কারণে কূটনৈতিক সমাধান বাতিলের শঙ্কা বাড়ছে।

যেকোনো সময় গাজা উপত্যকায় ত্রিমুখী অভিযান শুরুর পরিকল্পনা করছে ইসরায়েল। গাজায় ইসরায়েলের হামলার তীব্রতার বিরোধিতা করে উপত্যকায় ক্ষয়ক্ষতি কমানোর উপর জোর দেন তিনি।

ইহুদ ওলমার্ট বলেন, আমাদের উচিৎ উচিৎ উভয় পক্ষের ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করা। এটা কোনো হত্যার প্রতিযোগিতা না। আমরা বেসামরিক নাগরিক হত্যা করতে চাই না। শান্তির জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। তবে হামাস থাকতে শান্তি প্রতিষ্ঠিত হবে না।’

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। ওলমার্টের শাসনামলেও ২০০৮ সালে গাজায় স্থল অভিযান পরিচালনা করেছিল ইসরায়েল।