০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভেনেজুয়েলায় নির্বাচনী সমঝোতা, মার্কিন নিষেধাজ্ঞা শিথিল

নির্বাচন নিয়ে সরকার ও বিরোধী দলের সমঝোতা হওয়ায় ভেনেজুয়েলার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে, শিথিল নয়; সব ধরণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

ভেনেজুয়েলার রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের ধারাবাহিকতায় দেশটির জ্বালানি খাতের জন্য সাধারণ লাইসেন্স অনুমোদন করেছে মার্কিন রাজস্ব বিভাগ। এতে আগামী ছয় মাস বিনা বাধায় তেল উত্তোলন ও বিশ্ব বাজারে রপ্তানি করতে পারবে ওপেক জোটভুক্ত ভেনেজুয়েলা। দেশটির তেল, গ্যাস ও স্বর্ণ খাত এর আওতায় পড়বে।

২০১৯ সালে তৎকালিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ভেনেজুয়েলার ওপর এই নিষেধাজ্ঞা দেয়া হয়। কারাকাসে নিজ কার্যালয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বলেন দেশের অর্থনৈতিক মুক্তি, বিনিয়োগ, উন্নয়ন ও অগ্রগতির জন্য পশ্চিমাদের নিষেধাজ্ঞা সম্পূর্ণ তুলতে হবে। ২০২৪ সালে সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজনে সরকার ও বিরোধী দলের সমঝোতা ও রাজনৈতিক হয়রানি বন্ধের প্রতিশ্রুতি শর্ত ভঙ্গ হলে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের সতর্কবার্তা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

প্রেসিডেন্ট নির্বাচনে আগ্রহী প্রার্থীদের বিষয়ে নভেম্বর শেষ হওয়ার আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার শর্ত দেয়া হয়েছে। সেইসাথে, মুক্তি দিতে হবে অনৈতিকভাবে আটক বিরোধী নেতাকর্মীদের।

ভেনেজুয়েলায় নির্বাচনী সমঝোতা, মার্কিন নিষেধাজ্ঞা শিথিল

আপডেট : ০৭:৩৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

নির্বাচন নিয়ে সরকার ও বিরোধী দলের সমঝোতা হওয়ায় ভেনেজুয়েলার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে, শিথিল নয়; সব ধরণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

ভেনেজুয়েলার রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের ধারাবাহিকতায় দেশটির জ্বালানি খাতের জন্য সাধারণ লাইসেন্স অনুমোদন করেছে মার্কিন রাজস্ব বিভাগ। এতে আগামী ছয় মাস বিনা বাধায় তেল উত্তোলন ও বিশ্ব বাজারে রপ্তানি করতে পারবে ওপেক জোটভুক্ত ভেনেজুয়েলা। দেশটির তেল, গ্যাস ও স্বর্ণ খাত এর আওতায় পড়বে।

২০১৯ সালে তৎকালিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ভেনেজুয়েলার ওপর এই নিষেধাজ্ঞা দেয়া হয়। কারাকাসে নিজ কার্যালয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বলেন দেশের অর্থনৈতিক মুক্তি, বিনিয়োগ, উন্নয়ন ও অগ্রগতির জন্য পশ্চিমাদের নিষেধাজ্ঞা সম্পূর্ণ তুলতে হবে। ২০২৪ সালে সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজনে সরকার ও বিরোধী দলের সমঝোতা ও রাজনৈতিক হয়রানি বন্ধের প্রতিশ্রুতি শর্ত ভঙ্গ হলে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের সতর্কবার্তা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

প্রেসিডেন্ট নির্বাচনে আগ্রহী প্রার্থীদের বিষয়ে নভেম্বর শেষ হওয়ার আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার শর্ত দেয়া হয়েছে। সেইসাথে, মুক্তি দিতে হবে অনৈতিকভাবে আটক বিরোধী নেতাকর্মীদের।