ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

২৮ অক্টোবর বিএনপির পতনযাত্রা শুরু হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • / ৪২১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারের নয়, ২৮ অক্টোবর বিএনপির পতনযাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বুধবার নয়াপল্টনের সমাবেশ থেকে বিএনপির মহাসচিব ঘোষণা করেন যে, ২৮ অক্টোবর বিএনপি সরকারের পতনযাত্রা শুরু হবে। এটা সরকারের পতনযাত্রা নয়, আসলে ২৮ অক্টোবর বিএনপির পতনযাত্রা শুরু হবে।

‌‘আগামী ২৮ অক্টোবর কিংবা কয়েক দিন পর তাদের আবার ঘোষণা করতে হবে যে, আগামী নির্বাচনের পর আমরা আবার তীব্র আন্দোলন শুরু করব।’

জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) মেধাবৃত্তি ও সংবর্ধনা ২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

হাছান মাহমুদ বলেন, পল্টনের সমাবেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে, ২৮ অক্টোবর মহাসমাবেশ করবেন। মহাসমাবেশ থেকে সরকারের পতনযাত্রা শুরু হবে। মানুষ হাস্যরস করে বলে যে, ২৮ তারিখ নাকি আগামী বছরের ২৮ তারিখ, নাকি তার পরের বছরের ২৮ তারিখ।

‘ফখরুল নাকি আজও ২৮ অক্টোবরের আগেই সরকারের পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। বিএনপি কিছুদিন আগে বলেছিল, অক্টোবর মাসে ফাইনাল খেলা শুরু হবে। আমরা আশা করেছিলাম, অক্টোবর মাসের শুরু থেকে তারা ফাইনাল খেলার দিন-তারিখ ঘোষণা করবে। তারপর বলল, পূজার পর। এখন বলছে ২৮ অক্টোবর। খুব সম্ভবত তারা নির্বাচনের পর ২৮ অক্টোবরের আন্দোলন শুরু করবে। কারণ, গত ১৫ বছর ধরে বিএনপি আন্দোলনের হুমকি দিয়ে যাচ্ছে। বাস্তবতা হচ্ছে, বিএনপির কর্মীরা ছাড়া জনগণের কোনো সম্পৃক্ততা নেই।’

ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে বিএনপি-জামায়েতের সমালোচনা করে তিনি বলেন, “গাজায় হাসপাতালে হামলার ঘটনায় আমেরিকা, ফ্রান্স প্রতিবাদ জানিয়েছে। অথচ বিএনপি একটা প্রতিবাদও জানায়নি। তারা শুধু খালেদা জিয়ার স্বাস্থ্য ও তারেক রহমানের মামলা নিয়ে ব্যস্ত। এর প্রতিবাদ না জানিয়ে বিএনপি শিশু হত্যার ও এই হামলার পক্ষে অবস্থান নিয়েছে। বিএনপির সাথে জামায়াতও নিশ্চুপ। অথচ তারা মুখে বলে আল্লাহর আইনে দেশ চাই, সৎ লোকের শাসন চাই।”

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, “বৃত্তির অংক কত বড় সেটা বড় বিষয় না। কিন্তু বৃত্তি পাওয়াতে শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগায়। আমি রাজনীতিবিদ ছাড়াও একজন শিক্ষক। জীবনে স্বপ্ন দেখাটা জরুরি। স্বপ্ন বাস্তবায়নের জন্য উদ্যোগী হতে হবে। অভিভাবকদের তাদের স্বপ্ন দেখাতে শিখতে হবে। জীবন একটি যুদ্ধের মতো, জীবন চলার পথে কোনো একটা পরীক্ষায় হেরে যেতে পারো, তবে হাল ছাড়লে হবে না। পুরোদমে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। কখনও লক্ষ্যচ্যুত হওয়া যাবে না। তোমাদের মানবিক মানুষে পরিণত হতে হবে। বাবা-মা যেমন তোমাদের খেয়াল রাখছে। বৃদ্ধ বয়সে তাদের খেয়াল তোমাদের রাখতে হবে।”

ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মামুন ফরাজী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার ও প্রকৌশলী মোহাম্মদ হোসাইন আবুল হাসান হৃদয়।

নিউজটি শেয়ার করুন

২৮ অক্টোবর বিএনপির পতনযাত্রা শুরু হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আপডেট সময় : ০৯:৪৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

সরকারের নয়, ২৮ অক্টোবর বিএনপির পতনযাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বুধবার নয়াপল্টনের সমাবেশ থেকে বিএনপির মহাসচিব ঘোষণা করেন যে, ২৮ অক্টোবর বিএনপি সরকারের পতনযাত্রা শুরু হবে। এটা সরকারের পতনযাত্রা নয়, আসলে ২৮ অক্টোবর বিএনপির পতনযাত্রা শুরু হবে।

‌‘আগামী ২৮ অক্টোবর কিংবা কয়েক দিন পর তাদের আবার ঘোষণা করতে হবে যে, আগামী নির্বাচনের পর আমরা আবার তীব্র আন্দোলন শুরু করব।’

জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) মেধাবৃত্তি ও সংবর্ধনা ২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

হাছান মাহমুদ বলেন, পল্টনের সমাবেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে, ২৮ অক্টোবর মহাসমাবেশ করবেন। মহাসমাবেশ থেকে সরকারের পতনযাত্রা শুরু হবে। মানুষ হাস্যরস করে বলে যে, ২৮ তারিখ নাকি আগামী বছরের ২৮ তারিখ, নাকি তার পরের বছরের ২৮ তারিখ।

‘ফখরুল নাকি আজও ২৮ অক্টোবরের আগেই সরকারের পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। বিএনপি কিছুদিন আগে বলেছিল, অক্টোবর মাসে ফাইনাল খেলা শুরু হবে। আমরা আশা করেছিলাম, অক্টোবর মাসের শুরু থেকে তারা ফাইনাল খেলার দিন-তারিখ ঘোষণা করবে। তারপর বলল, পূজার পর। এখন বলছে ২৮ অক্টোবর। খুব সম্ভবত তারা নির্বাচনের পর ২৮ অক্টোবরের আন্দোলন শুরু করবে। কারণ, গত ১৫ বছর ধরে বিএনপি আন্দোলনের হুমকি দিয়ে যাচ্ছে। বাস্তবতা হচ্ছে, বিএনপির কর্মীরা ছাড়া জনগণের কোনো সম্পৃক্ততা নেই।’

ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে বিএনপি-জামায়েতের সমালোচনা করে তিনি বলেন, “গাজায় হাসপাতালে হামলার ঘটনায় আমেরিকা, ফ্রান্স প্রতিবাদ জানিয়েছে। অথচ বিএনপি একটা প্রতিবাদও জানায়নি। তারা শুধু খালেদা জিয়ার স্বাস্থ্য ও তারেক রহমানের মামলা নিয়ে ব্যস্ত। এর প্রতিবাদ না জানিয়ে বিএনপি শিশু হত্যার ও এই হামলার পক্ষে অবস্থান নিয়েছে। বিএনপির সাথে জামায়াতও নিশ্চুপ। অথচ তারা মুখে বলে আল্লাহর আইনে দেশ চাই, সৎ লোকের শাসন চাই।”

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, “বৃত্তির অংক কত বড় সেটা বড় বিষয় না। কিন্তু বৃত্তি পাওয়াতে শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগায়। আমি রাজনীতিবিদ ছাড়াও একজন শিক্ষক। জীবনে স্বপ্ন দেখাটা জরুরি। স্বপ্ন বাস্তবায়নের জন্য উদ্যোগী হতে হবে। অভিভাবকদের তাদের স্বপ্ন দেখাতে শিখতে হবে। জীবন একটি যুদ্ধের মতো, জীবন চলার পথে কোনো একটা পরীক্ষায় হেরে যেতে পারো, তবে হাল ছাড়লে হবে না। পুরোদমে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। কখনও লক্ষ্যচ্যুত হওয়া যাবে না। তোমাদের মানবিক মানুষে পরিণত হতে হবে। বাবা-মা যেমন তোমাদের খেয়াল রাখছে। বৃদ্ধ বয়সে তাদের খেয়াল তোমাদের রাখতে হবে।”

ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মামুন ফরাজী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার ও প্রকৌশলী মোহাম্মদ হোসাইন আবুল হাসান হৃদয়।