ঢাকা ১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এবার মহাসমাবেশের ঘোষণা দিলো চরমোনাই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
  • / ৪২৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় ৩ নভেম্বর মহাসমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন। সংগঠনটির আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, বারবার আওয়ামী লীগকে ভোট চুরি করতে দেওয়া হবে না। আওয়ামী লীগ দেশ প্রেমিক নয়, তারা ক্ষমতা প্রেমি। সরকার হটাতে দেশ অচল করার কর্মসূচি নিতে পিছপা হবে না বলে হুঙ্কার দিয়েছেন দলটির নেতারা।

নির্বাচন কমিশনের পদত্যাগ, নির্বাচন পদ্ধতির পরিবর্তন ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে ছাত্র-যুব সমাবেশের আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন। জাতীয় মসজিদ বাইতুল মোকারম মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত সমাবেশ ছড়িয়ে পড়ে গুলিস্তান এলাকায়।

বর্তমান সরকার বৈধতা ও বিভিন্ন মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন ইসলামী আন্দোলনের নেতারা।

চরমোনাই পীরের ছাত্র-যুব সমাবেশে একাগ্রতা জানিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। এসময় বক্তারা বলেন, যেকোনো মূল্যে আওয়ামী লীগের অধীনে নির্বাচন হতে দেওয়া যাবে না।

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, প্রহসনের নির্বাচন সহ্য করবো না। প্রয়োজনে রক্ত দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

আওয়ামী লীগের টাকায় দেশের উন্নয়ন হয়নি, বরং উন্নয়নের নামে আওয়ামী লীগ টাকা চুরি করেছে বলে অভিযোগ ইসলামী আন্দোলনের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের। বলেন, চুপ থাকলে দেশের স্বাধীনতা বিলীন হয়ে যাবে। আওয়ামী লীগ জনগণকে মানুষ হিসেবে গণ্য করছে না বলেও মন্তব্য করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এবার মহাসমাবেশের ঘোষণা দিলো চরমোনাই

আপডেট সময় : ০৩:৪৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩

ঢাকায় ৩ নভেম্বর মহাসমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন। সংগঠনটির আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, বারবার আওয়ামী লীগকে ভোট চুরি করতে দেওয়া হবে না। আওয়ামী লীগ দেশ প্রেমিক নয়, তারা ক্ষমতা প্রেমি। সরকার হটাতে দেশ অচল করার কর্মসূচি নিতে পিছপা হবে না বলে হুঙ্কার দিয়েছেন দলটির নেতারা।

নির্বাচন কমিশনের পদত্যাগ, নির্বাচন পদ্ধতির পরিবর্তন ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে ছাত্র-যুব সমাবেশের আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন। জাতীয় মসজিদ বাইতুল মোকারম মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত সমাবেশ ছড়িয়ে পড়ে গুলিস্তান এলাকায়।

বর্তমান সরকার বৈধতা ও বিভিন্ন মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন ইসলামী আন্দোলনের নেতারা।

চরমোনাই পীরের ছাত্র-যুব সমাবেশে একাগ্রতা জানিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। এসময় বক্তারা বলেন, যেকোনো মূল্যে আওয়ামী লীগের অধীনে নির্বাচন হতে দেওয়া যাবে না।

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, প্রহসনের নির্বাচন সহ্য করবো না। প্রয়োজনে রক্ত দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

আওয়ামী লীগের টাকায় দেশের উন্নয়ন হয়নি, বরং উন্নয়নের নামে আওয়ামী লীগ টাকা চুরি করেছে বলে অভিযোগ ইসলামী আন্দোলনের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের। বলেন, চুপ থাকলে দেশের স্বাধীনতা বিলীন হয়ে যাবে। আওয়ামী লীগ জনগণকে মানুষ হিসেবে গণ্য করছে না বলেও মন্তব্য করেছেন তিনি।