ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পালানোর চেষ্টায় ব্যর্থ হলেন নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
  • / ৪৩৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বন্দিদশা থেকে পাঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। দেশটির ক্ষমতা দখল করা জান্তা বাহিনী তার পালিয়ে যাওয়ার চেষ্টা ব্যর্থ করে দেয়। খবর বিবিসি

জান্তা বাহিনীর একজন মুখপাত্র বলেন, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোম তার পরিবারের সদস্য, বাবুর্চি ও নিরাপত্তাকর্মীদের নিয়ে হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাদের সেই পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হয়।

গত জুলাইয়ের শেষ দিকে অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের ক্ষমতা দখল করে দেশটির প্রেসিডেন্ট গার্ডের সদস্যরা। এরপর থেকেই নিজের প্রাসাদেই বন্দি হন প্রেসিডেন্ট বাজোম। সঙ্গে তার পরিবারের সদস্যরাও রয়েছেন। পরে দেশটির সেনাবাহিনী ওই অভ্যুত্থানে সমর্থন দেয়।

বাজোমকে পালানোর চেষ্টায় সহযোগিতা করার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে বাজোমের এই ‘দায়িত্বজ্ঞানহীন আচরণের’ সমালোচনাও করেছে সামরিক বাহিনী।

তবে বাজোম এবং তার সঙ্গীদের এখন কোথায় রাখা হয়েছে তা স্পষ্ট করেনি জান্তা বাহিনী।

এদিকে আঞ্চলিক শক্তিগুলো বাজোমকে মুক্ত করে তার হাতে ক্ষমতা হস্তান্তর করতে নাইজারের জান্তা বাহিনীকে নানা চাপ প্রয়োগ ও হুমকি-ধামকি দিলেও তাদের দমাতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

পালানোর চেষ্টায় ব্যর্থ হলেন নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৩:৩১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩

নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বন্দিদশা থেকে পাঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। দেশটির ক্ষমতা দখল করা জান্তা বাহিনী তার পালিয়ে যাওয়ার চেষ্টা ব্যর্থ করে দেয়। খবর বিবিসি

জান্তা বাহিনীর একজন মুখপাত্র বলেন, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোম তার পরিবারের সদস্য, বাবুর্চি ও নিরাপত্তাকর্মীদের নিয়ে হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাদের সেই পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হয়।

গত জুলাইয়ের শেষ দিকে অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের ক্ষমতা দখল করে দেশটির প্রেসিডেন্ট গার্ডের সদস্যরা। এরপর থেকেই নিজের প্রাসাদেই বন্দি হন প্রেসিডেন্ট বাজোম। সঙ্গে তার পরিবারের সদস্যরাও রয়েছেন। পরে দেশটির সেনাবাহিনী ওই অভ্যুত্থানে সমর্থন দেয়।

বাজোমকে পালানোর চেষ্টায় সহযোগিতা করার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে বাজোমের এই ‘দায়িত্বজ্ঞানহীন আচরণের’ সমালোচনাও করেছে সামরিক বাহিনী।

তবে বাজোম এবং তার সঙ্গীদের এখন কোথায় রাখা হয়েছে তা স্পষ্ট করেনি জান্তা বাহিনী।

এদিকে আঞ্চলিক শক্তিগুলো বাজোমকে মুক্ত করে তার হাতে ক্ষমতা হস্তান্তর করতে নাইজারের জান্তা বাহিনীকে নানা চাপ প্রয়োগ ও হুমকি-ধামকি দিলেও তাদের দমাতে পারেনি।