ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিএনপির ২৮ অক্টোবরের পরিণতি হবে গোলাপবাগের মতো: কাদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
  • / ৪০৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ২৮ অক্টোবরের পরিণতি হবে ১০ ডিসেম্বরের গোলাপবাগের মতো। তাদের তত্ত্বাবধায়কের দাবি আবারও নাকচ করে দেন তিনি।

শুক্রবার (২০ অক্টোবর) সকালে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ওবায়দুল কাদের বলেন, ১০ ডিসেম্বর তাদের যেতে হয়েছিল গোলাপবাগের গরুহাটে, এখন কোথায় যাবে সেটাই দেখার বিষয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতারা সকালে ঘুম থেকে উঠে মিথ্যাচার শুরু করেন, সত্য কথা কখন বলেন সেই মানসিকতা তারা হারিয়ে ফেলেছেন। এ সময়ে তিনি বলেন, ‘তাদের শুভবোধ নেই।’

সেতুমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংস করেছে বিএনপি। যার উদাহরণ ২০০১ ও ২০০৬। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাংলাদেশে আর করার সুযোগ নেই। আদালত বাস্তবসম্মত ব্যবস্থা নিয়েছেন। তত্ত্বাবধায়ক ফিরিয়ে এনে ২০০১ এবং ২০০৬ এর পরিস্থিতির মতো আবার পুনরাভিত্তি বাংলাদেশ হবে না।

কাদের বলেন, অসাম্প্রদায়িক সম্পৃতির দেশ, তবে মাঝে মাঝে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। ভোটের সময় হিন্দু না হলে চলে না, তারা যখন বিপদে পড়বে আমরা তখন তাদের পাশে থাকবো না এটা হতে পারে না।

কুমিল্লার সংসদ সদস্যে বাহাউদ্দিন বাহারের মন্তব্য নিয়ে প্রধানমন্ত্রী ওয়াকিবহাল জানিয়ে কাদের বলেন, কেউ কোনো কাজ করে থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মীদের সজাগ থাকার আহবান জানান কাদের।

গত ১৮ অক্টোবর এক সমাবেশ থেকে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় এই কর্মসূচির ঘোষণা দিয়ে বলা হয়, শান্তিপূর্ণ এই মহাসমাবেশ থেকে মহাযাত্রা শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

বিএনপির ২৮ অক্টোবরের পরিণতি হবে গোলাপবাগের মতো: কাদের

আপডেট সময় : ১০:১৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ২৮ অক্টোবরের পরিণতি হবে ১০ ডিসেম্বরের গোলাপবাগের মতো। তাদের তত্ত্বাবধায়কের দাবি আবারও নাকচ করে দেন তিনি।

শুক্রবার (২০ অক্টোবর) সকালে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ওবায়দুল কাদের বলেন, ১০ ডিসেম্বর তাদের যেতে হয়েছিল গোলাপবাগের গরুহাটে, এখন কোথায় যাবে সেটাই দেখার বিষয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতারা সকালে ঘুম থেকে উঠে মিথ্যাচার শুরু করেন, সত্য কথা কখন বলেন সেই মানসিকতা তারা হারিয়ে ফেলেছেন। এ সময়ে তিনি বলেন, ‘তাদের শুভবোধ নেই।’

সেতুমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংস করেছে বিএনপি। যার উদাহরণ ২০০১ ও ২০০৬। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাংলাদেশে আর করার সুযোগ নেই। আদালত বাস্তবসম্মত ব্যবস্থা নিয়েছেন। তত্ত্বাবধায়ক ফিরিয়ে এনে ২০০১ এবং ২০০৬ এর পরিস্থিতির মতো আবার পুনরাভিত্তি বাংলাদেশ হবে না।

কাদের বলেন, অসাম্প্রদায়িক সম্পৃতির দেশ, তবে মাঝে মাঝে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। ভোটের সময় হিন্দু না হলে চলে না, তারা যখন বিপদে পড়বে আমরা তখন তাদের পাশে থাকবো না এটা হতে পারে না।

কুমিল্লার সংসদ সদস্যে বাহাউদ্দিন বাহারের মন্তব্য নিয়ে প্রধানমন্ত্রী ওয়াকিবহাল জানিয়ে কাদের বলেন, কেউ কোনো কাজ করে থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মীদের সজাগ থাকার আহবান জানান কাদের।

গত ১৮ অক্টোবর এক সমাবেশ থেকে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় এই কর্মসূচির ঘোষণা দিয়ে বলা হয়, শান্তিপূর্ণ এই মহাসমাবেশ থেকে মহাযাত্রা শুরু হবে।