ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সরকারকে দ্রুত পদত্যাগ করে ক্ষমতা ছাড়ার আহ্বান বিএনপি’র

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
  • / ৪১৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারের সময় শেষ হয়ে এসেছে উল্লেখ করে, নেতাকর্মীদের সাহস নিয়ে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে তারা বলেন, আওয়ামী লীগের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সংঘাত এড়াতে আবারও সরকারকে দ্রুত পদত্যাগ করে ক্ষমতা ছাড়ার আহ্বান জানান বিএনপি’র নীতি নির্ধারক নেতারা।

কৃষি উপকরণ ও খাদ্যপণ্যের মূল্যস্ফীতির বিষয়টি তুলে ধরে শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। এতে বক্তারা বলেন, বাজারে অস্থিরতা ও নিয়ন্ত্রণহীণতার জন্য সরকারের দুর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা দায়ি। জনগনের সমস্যার বদলে আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে ব্যস্ত বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, জবাবদিহিহীন সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। মানুষের জীবন বাঁচানোই এখন কঠিন। বিএনপি ও সমমনা দলগুলোর আন্দোলন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। তাই সবাইকে রাজপথে নামার আহবান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, কোনো কথা নয়, আসুন আজকে আমরাই সবাই ঐক্যবদ্ধ হই। একটা জিনিস কিন্তু আশা জোগাবে, সাহস জোগাবে, আজকে দেশের সকল মানুষ এক হয়েছে। সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়েছে। বাম ডান সবাই একটা কথাই বলছে, এই সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না। হতে পারে না।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যা-ই বলুক, গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমেই ক্ষমতাসীনদের মোকাবেলা করতে চায় বিরোধী জোট। সময় খুব কম, লক্ষ্য অর্জনে নেতাকর্মীদের রাস্তায় নামার আহ্বান জানান তিনি।

শেষবারের মতো সরকারের কাছে অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল বলেন, শেষ বারের মতো সরকারকে বলতে চাই দয়া করে পদত্যাগ করুন। শান্তিতে আপনারা নিরপেক্ষ নির্দলীয় সরকারে হাতে ক্ষমতা দিয়ে চলে যান। দেশের মানুষকে বাঁচতে দেন।

ময়মনসিংহের বাংলাদশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সোনালী দলের সভাপতি অধ্যাপক গোলাম হাফিজ সেমিনারে সভাপতিত্ব ও আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনা সেমিনারে আরও বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা তাজমেরি এস এ ইসলাম ও আব্দুস সালাম প্রমুখ।

এদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আরেক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সরকারের পদত্যাগ ছাড়া সংলাপের আর কোনো সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন

সরকারকে দ্রুত পদত্যাগ করে ক্ষমতা ছাড়ার আহ্বান বিএনপি’র

আপডেট সময় : ১০:১৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩

সরকারের সময় শেষ হয়ে এসেছে উল্লেখ করে, নেতাকর্মীদের সাহস নিয়ে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে তারা বলেন, আওয়ামী লীগের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সংঘাত এড়াতে আবারও সরকারকে দ্রুত পদত্যাগ করে ক্ষমতা ছাড়ার আহ্বান জানান বিএনপি’র নীতি নির্ধারক নেতারা।

কৃষি উপকরণ ও খাদ্যপণ্যের মূল্যস্ফীতির বিষয়টি তুলে ধরে শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। এতে বক্তারা বলেন, বাজারে অস্থিরতা ও নিয়ন্ত্রণহীণতার জন্য সরকারের দুর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা দায়ি। জনগনের সমস্যার বদলে আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে ব্যস্ত বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, জবাবদিহিহীন সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। মানুষের জীবন বাঁচানোই এখন কঠিন। বিএনপি ও সমমনা দলগুলোর আন্দোলন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। তাই সবাইকে রাজপথে নামার আহবান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, কোনো কথা নয়, আসুন আজকে আমরাই সবাই ঐক্যবদ্ধ হই। একটা জিনিস কিন্তু আশা জোগাবে, সাহস জোগাবে, আজকে দেশের সকল মানুষ এক হয়েছে। সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়েছে। বাম ডান সবাই একটা কথাই বলছে, এই সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না। হতে পারে না।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যা-ই বলুক, গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমেই ক্ষমতাসীনদের মোকাবেলা করতে চায় বিরোধী জোট। সময় খুব কম, লক্ষ্য অর্জনে নেতাকর্মীদের রাস্তায় নামার আহ্বান জানান তিনি।

শেষবারের মতো সরকারের কাছে অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল বলেন, শেষ বারের মতো সরকারকে বলতে চাই দয়া করে পদত্যাগ করুন। শান্তিতে আপনারা নিরপেক্ষ নির্দলীয় সরকারে হাতে ক্ষমতা দিয়ে চলে যান। দেশের মানুষকে বাঁচতে দেন।

ময়মনসিংহের বাংলাদশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সোনালী দলের সভাপতি অধ্যাপক গোলাম হাফিজ সেমিনারে সভাপতিত্ব ও আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনা সেমিনারে আরও বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা তাজমেরি এস এ ইসলাম ও আব্দুস সালাম প্রমুখ।

এদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আরেক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সরকারের পদত্যাগ ছাড়া সংলাপের আর কোনো সুযোগ নেই।