০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আমেরিকানদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি

বিভিন্ন দেশে থাকা মার্কিন নাগরিকদের জন্য ‘বৈশ্বিক নিরাপত্তা সতর্কতা’ জারি করেছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য হামলার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ সতর্কতা জারি করে।

সতর্কবার্তায় বলা হয়, ‘বিশ্বের বিভিন্ন স্থানে উত্তেজনা বৃদ্ধি, সম্ভাব্য সন্ত্রাসী হামলা, বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্রের নাগরিক ও মার্কিন স্বার্থবিরোধী সহিংস কর্মকাণ্ডের ঝুঁকি বিবেচনা করে বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের ভ্রমণে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছে পররাষ্ট্র দপ্তর।’

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নির্বিচার বোমাবর্ষণে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর পরও তেল আবিবকে সমর্থন নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এতে করে দেশে দেশে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভ দেখা দিয়েছে। এমন এক পরিস্থিতির মধ্যে নাগরিকদের এভাবে সতর্ক করল ওয়াশিংটন।

তবে যুক্তরাষ্ট্র কেন এমন সতর্কতা জারি করল এবং এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো হুমকি পেয়েছে কিনা মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে সে সম্পর্কে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি।

আমেরিকানদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি

আপডেট : ০৬:৩৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩

বিভিন্ন দেশে থাকা মার্কিন নাগরিকদের জন্য ‘বৈশ্বিক নিরাপত্তা সতর্কতা’ জারি করেছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য হামলার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ সতর্কতা জারি করে।

সতর্কবার্তায় বলা হয়, ‘বিশ্বের বিভিন্ন স্থানে উত্তেজনা বৃদ্ধি, সম্ভাব্য সন্ত্রাসী হামলা, বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্রের নাগরিক ও মার্কিন স্বার্থবিরোধী সহিংস কর্মকাণ্ডের ঝুঁকি বিবেচনা করে বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের ভ্রমণে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছে পররাষ্ট্র দপ্তর।’

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নির্বিচার বোমাবর্ষণে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর পরও তেল আবিবকে সমর্থন নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এতে করে দেশে দেশে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভ দেখা দিয়েছে। এমন এক পরিস্থিতির মধ্যে নাগরিকদের এভাবে সতর্ক করল ওয়াশিংটন।

তবে যুক্তরাষ্ট্র কেন এমন সতর্কতা জারি করল এবং এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো হুমকি পেয়েছে কিনা মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে সে সম্পর্কে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি।