শর্ত সাপেক্ষে ক্ষমা পেলেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর
- আপডেট সময় : ০৩:৩৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
- / ৪৩১ বার পড়া হয়েছে
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে ক্ষমা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
শনিবার আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে শর্ত সাপেক্ষে ক্ষমার বিষয়টি জানানো হয়।
ওই চিঠিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা তথা গঠনতন্ত্র ও ঘোষণাপত্র পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততার জন্য ইতোপূর্বে আপনাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে ক্ষমাপ্রার্থীদের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সাধারণ ক্ষমা ঘোষণা করে। সেই সূত্রে আপনার প্রতিও ক্ষমা প্রদর্শন করা হল।
উল্লেখ্য, ভবিষ্যতে কোনো প্রকার সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে, তা ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে।
এ ব্যাপারে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রী আমাকে ক্ষমা করে দলের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন। এজন্য দেশরত্ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
সামাজিক যোগাযোগ মাধ্যম এ খবর ছড়িয়ে পড়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাহাঙ্গীর আলমের অনুসারীরা নেতাকর্মীরা। এজন্য দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন তারা।