সরকার সংলাপের জাল বিছাচ্ছে: শামসুজ্জামান দুদু
- আপডেট সময় : ১০:৩২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
- / ৪২২ বার পড়া হয়েছে
বিএনপির চলমান আন্দোলনে বাধ্য হয়ে সরকার সংলাপের জাল বিছাচ্ছে বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শনিবার সকালে ঝিনাইদহ জেলা বিএনপি কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান বলেন, ‘সরকার পদত্যাগের আগে কোনো সংলাপ নেই। পদত্যাগ করলে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সংলাপ হতে পারে।’
মতবিনিময় সভায় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খাঁন শিমুল, জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে সংলাপ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি জানান, প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন কমিশন বাতিল ও তত্ত্বাবধায়ক সরকার- এই চার শর্ত বিএনপি প্রত্যাহার করলে তাদের সঙ্গে সংলাপে বসার কথা ভাববেন তারা।