ঢাকা ০১:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সৌদি-ইসরায়েল সম্পর্ককে বাধাগ্রস্ত করতেই হামাসের হামলা: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
  • / ৪২১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই হামাস হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল শুক্রবার নির্বাচনী তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় বাইডেন এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জো বাইডেন বলেন, ‘হামাস ইসরায়েলে আক্রমণ করার একটি কারণ… তারা জানত আমি সৌদি আরবের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছি। কী বিষয়ে আলোচনায় বসতে চাচ্ছিলাম আপনারা কি ধারনা করতে পারেন? হ্যাঁ, সৌদিরা ইসরায়েলকে স্বীকৃতি দিতে চায়। সেই বিষয়েই আলোচনায় বসতে চাচ্ছিলাম।’

এর আগে গত জুনে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের প্রক্রিয়াকে এগিয়ে নিতে রিয়াদ সফরে গিয়েছিলেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সফর শেষে তিনি স্বীকার করেছিলেন, আলোচনা খুব বেশি দূর অগ্রগতি হয়নি।

গত ৪ অক্টোবর মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনে দেওয়া সাক্ষাৎকারে ব্লিংকেন বলেন, সৌদি আরব ও ইসরায়েলকে একত্রিত করার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে হামাস যদি এই হামলা চালিয়ে থাকে, তবে অবাক হওয়ার কিছু নেই। কারণ তারা চায় না, সৌদি–ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক হোক।

তবে গত রোববার আরেক মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে জো বাইডেন বলেন, ‘সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। হয়তো একটু সময় লাগছে। তবে সৌদি–ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা এখনও বেঁচে আছে।’

গত ৭ অক্টোবর ফিলিস্তিনে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালালে গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। গত ১৫ দিন ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি যুদ্ধ চলছে। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় ৪ হাজার ১৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ হাজারের বেশি মানুষ। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলি নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জনের বেশি। আহত হয়েছেন ৪ হাজার ৬২৯ জন।

নিউজটি শেয়ার করুন

সৌদি-ইসরায়েল সম্পর্ককে বাধাগ্রস্ত করতেই হামাসের হামলা: বাইডেন

আপডেট সময় : ০৮:০৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩

ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই হামাস হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল শুক্রবার নির্বাচনী তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় বাইডেন এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জো বাইডেন বলেন, ‘হামাস ইসরায়েলে আক্রমণ করার একটি কারণ… তারা জানত আমি সৌদি আরবের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছি। কী বিষয়ে আলোচনায় বসতে চাচ্ছিলাম আপনারা কি ধারনা করতে পারেন? হ্যাঁ, সৌদিরা ইসরায়েলকে স্বীকৃতি দিতে চায়। সেই বিষয়েই আলোচনায় বসতে চাচ্ছিলাম।’

এর আগে গত জুনে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের প্রক্রিয়াকে এগিয়ে নিতে রিয়াদ সফরে গিয়েছিলেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সফর শেষে তিনি স্বীকার করেছিলেন, আলোচনা খুব বেশি দূর অগ্রগতি হয়নি।

গত ৪ অক্টোবর মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনে দেওয়া সাক্ষাৎকারে ব্লিংকেন বলেন, সৌদি আরব ও ইসরায়েলকে একত্রিত করার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে হামাস যদি এই হামলা চালিয়ে থাকে, তবে অবাক হওয়ার কিছু নেই। কারণ তারা চায় না, সৌদি–ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক হোক।

তবে গত রোববার আরেক মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে জো বাইডেন বলেন, ‘সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। হয়তো একটু সময় লাগছে। তবে সৌদি–ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা এখনও বেঁচে আছে।’

গত ৭ অক্টোবর ফিলিস্তিনে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালালে গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। গত ১৫ দিন ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি যুদ্ধ চলছে। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় ৪ হাজার ১৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ হাজারের বেশি মানুষ। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলি নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জনের বেশি। আহত হয়েছেন ৪ হাজার ৬২৯ জন।