নিষিদ্ধ হলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার
- আপডেট সময় : ০৮:৩২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
- / ৪২০ বার পড়া হয়েছে
নিষিদ্ধ হলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা আলেহান্দ্রো পাপু গোমেজ। নিষিদ্ধ মাদক নেওয়ার অভিযোগে দুই বছর নিষিদ্ধ হন তিনি।
গত নভেম্বরে কাতার বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগেই নিষিদ্ধ মাদক গ্রহণ করেন সেভিয়ার সাবেক তারকা পাপু গোমেজ। এতদিন সেই অভিযোগের তদন্ত চলছিল। তদন্তে তার শরীরে নিষিদ্ধ মাদকের উপস্থিতি পাওয়া যায়।
অভিযোগ অস্বীকার করে গোমেজ দাবি করেন, সেভিয়ার খেলোয়াড় থাকা অবস্থায় অসুস্থ বোধ করায় চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিজের বাচ্চার কফ সিরাপ সেবন করেছিলেন তিনি। কিন্তু আন্তর্জাতিক ডোপিং এজেন্সি এমনটা অনুমোদন করে না। এ ধরনের নিষিদ্ধ ওষুধ সেবন করার আগে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে গ্রুপ পর্বে সৌদি আরব এবং নক-আউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন গোমেজ। ৩৫ বছর বয়সে নিষিদ্ধ হয়ে তার খেলোয়াড়ি জীবন শেষ হয়ে যাওয়ার পথে। নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন গোমেজ। যার মাধ্যমে তার নিষেধাজ্ঞার মেয়াদ কমতেও পারে!