সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে হবে অন্তঃবর্তীকালীন সরকার: মান্না
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১০:৩৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
- / ৪০৯ বার পড়া হয়েছে
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সুশীল সমাজের এমন প্রতিনিধিদের সমন্বয়ে অন্তঃবর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হবে।
শনিবার (২১ অক্টোবর) রাজধানীতে আয়োজিত এক সভায় তিনি একথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, জনগণের কল্যাণে কাজ করবে, সুশীল সমাজের এমন প্রতিনিধিদের সমন্বয়ে অন্তবর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকার কেবল তিন মাস নয় বরং, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ না হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকবে।