০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

দেশের মানুষ না চাইলে সে নির্বাচন হয় না : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহামুদ চৌধুরী বলেছেন, ‘দেশের মানুষের ইচ্ছের বিরুদ্ধে তফসিল কেন? যাই ঘোষণা করা হোক কোনোটাই কাজে আসবে না। তফসিলের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। অনেকে অনেক সময় তফসিল ঘোষণা করেছে। দেশের মানুষ না চাইলে সে নির্বাচন হয় না।’

আজ রোববার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্স ও দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু মাহামুদ চৌধুরী এসব কথা বলেন।

দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে বিএনপির এই নেতা বলেন, ‘বাজার নিয়ন্ত্রণ কেন করবে তারা? সিন্ডিকেট তৈরি করে তারাই তো দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে। তাদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা কারো পক্ষে সম্ভব না।’

সন্ধ্যা ৬টার দিকে আমীর খসরু মাহামুদ চৌধুরী কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে সেখানে তাঁকে স্বাগত জানান কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। পরে তিনি বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছাসহ ফুলের তোড়া তাঁর হাতে পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান রমেশ দত্ত, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, কাউন্সিলর আলী আজম সিদ্দিকী প্রমুখ।

দেশের মানুষ না চাইলে সে নির্বাচন হয় না : আমীর খসরু

আপডেট : ০৫:১৩:৪৩ অপরাহ্ন, রোববার, ২২ অক্টোবর ২০২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহামুদ চৌধুরী বলেছেন, ‘দেশের মানুষের ইচ্ছের বিরুদ্ধে তফসিল কেন? যাই ঘোষণা করা হোক কোনোটাই কাজে আসবে না। তফসিলের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। অনেকে অনেক সময় তফসিল ঘোষণা করেছে। দেশের মানুষ না চাইলে সে নির্বাচন হয় না।’

আজ রোববার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্স ও দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু মাহামুদ চৌধুরী এসব কথা বলেন।

দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে বিএনপির এই নেতা বলেন, ‘বাজার নিয়ন্ত্রণ কেন করবে তারা? সিন্ডিকেট তৈরি করে তারাই তো দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে। তাদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা কারো পক্ষে সম্ভব না।’

সন্ধ্যা ৬টার দিকে আমীর খসরু মাহামুদ চৌধুরী কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে সেখানে তাঁকে স্বাগত জানান কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। পরে তিনি বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছাসহ ফুলের তোড়া তাঁর হাতে পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান রমেশ দত্ত, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, কাউন্সিলর আলী আজম সিদ্দিকী প্রমুখ।