ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইনজুরির কবলে তাসকিন

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • / ৪৭৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাকিব আল হাসানের পর এবার ইনজুরির কবলে পড়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার সময় কাঁধের পুরনো চোট ফিরে আসে তাসকিনের। এতে দলকেও পড়তে হয়েছে বিপাকে। চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপে চার ম্যাচের মধ্যে তিনটিতে হেরে অনেকটাই ব্যাকফুটে আছে বাংলাদেশ দল।

এদিকে, বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের জাত চেনাতে পারেননি তাসকিন। বিশ্বকাপে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৬ ওভার বোলিং করেন তাসকিন। চোট শঙ্কা নিয়ে দ্বিতীয় ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ৬ ওভার এবং তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ ওভার বোলিং করতে দেখা যায় ডানহাতি এই পেসারকে। আর সবশেষ ভারতের বিপক্ষে ম্যাচে তো একাদশেই রাখা হয়নি তাসকিনকে।

আগামী মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের দল। আসন্ন দক্ষিণ আফ্রিকা ম্যাচ খেলা নিয়েও শঙ্কা জেগেছে।

জানা গেছে, এখনও চোট থেকে সেরে উঠতে পারেননি তাসকিন।

নিউজটি শেয়ার করুন

ইনজুরির কবলে তাসকিন

আপডেট সময় : ০৬:০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩

সাকিব আল হাসানের পর এবার ইনজুরির কবলে পড়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার সময় কাঁধের পুরনো চোট ফিরে আসে তাসকিনের। এতে দলকেও পড়তে হয়েছে বিপাকে। চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপে চার ম্যাচের মধ্যে তিনটিতে হেরে অনেকটাই ব্যাকফুটে আছে বাংলাদেশ দল।

এদিকে, বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের জাত চেনাতে পারেননি তাসকিন। বিশ্বকাপে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৬ ওভার বোলিং করেন তাসকিন। চোট শঙ্কা নিয়ে দ্বিতীয় ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ৬ ওভার এবং তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ ওভার বোলিং করতে দেখা যায় ডানহাতি এই পেসারকে। আর সবশেষ ভারতের বিপক্ষে ম্যাচে তো একাদশেই রাখা হয়নি তাসকিনকে।

আগামী মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের দল। আসন্ন দক্ষিণ আফ্রিকা ম্যাচ খেলা নিয়েও শঙ্কা জেগেছে।

জানা গেছে, এখনও চোট থেকে সেরে উঠতে পারেননি তাসকিন।