ইসরায়েল থেকে ছোড়া একটি কামানের গোলা এবার মিশরের একটি ঘাঁটিতে আঘাত হেনেছে। রোববার গাজা সীমান্তের কেরেম শালমের ওই ঘাঁটিতে গোলা আঘাত হানে। তবে এটি ভুলক্রমে সেখানে আঘাত হেনেছে বলে জানায় ইসরায়েল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, কেরেম শালমের কাছে এই ঘাঁটি বাণিজ্যিক পণ্য পরিবহন তদারকির কাজে বানানো হয়। তবে এখন কার্যক্রম বন্ধ রয়েছে। এ কারণে কেউ হতাহত হয়নি বলে জানা যায়।
অনিচ্ছাকৃত এ ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এ ঘটনার তদন্ত করা হবে বলেও জানানো হয়। তবে এ ব্যাপারে মিশরের কারও মন্তব্য পাওয়া যায়নি।
হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাতে জড়িয়ে গেছে আরও কয়েকটি গোষ্ঠী। এর মধ্যে লেবাননের হিজবুল্লাহ জানিয়েছে, তারা হামাসের সঙ্গে আছে। ইরানের পক্ষ থেকেও হামাসকে সমর্থন দেওয়া হয়েছে। এবার এই হামলার কারণে মিশর কোনো প্রতিক্রিয়া দেখায় কি–না সেটিই দেখার বিষয়।