ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। দেশটির রাজধানী কাঠমান্ডুতে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। আজ রোববার (২২শে অক্টোবর) সকালে এ ভূকম্পন হয় জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণকারী ও গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, সকাল ৭টা ৩৯ মিনিটে কাঠমান্ডুতে ভূকম্পন অনুভূত হয়। এর কেন্দ্র ছিল ধাদিং জেলায়। বাগমতি ও গন্ডাকি প্রদেশের অন্যান্য জেলাতেও কম্পনের অনুভূত হয়েছে। তবে এখনও ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
জানা গেছে, নেপাল বিশ্বের ১১তম ভূমিকম্পপ্রবণ দেশ। এর আগে সর্বশেষ গত ১৬ই অক্টোবর নেপালের পাশ্চিম প্রদেশে ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮। ২০১৫ সালে দেশটিতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।