নির্বাচন মিস করলে বিএনপি পিছিয়ে পড়বে: কাদের
- আপডেট সময় : ১০:৪১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
- / ৪২৯ বার পড়া হয়েছে
সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, কারো জন্য নির্বাচন আটকে থাকবে না। নির্বাচন মিস করলে বিএনপি পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার (২২শে অক্টোবর) সকালে, রাজধানীর ওসমানি মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে গেলে বাধা আসে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আইন করেও মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ করা যায়নি। সড়ক আইন করলাম, কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়া দীর্ঘ। আইন আছে, কিন্ত প্রয়োগ না হলে সেই আইন রেখে লাভ কী।
কাদের বলেন, ভুল ত্রুটি আমারও হতে পারে। জনগণের ভালো করতে, দুর্নীতি কমাতে, প্রমোশন বাণিজ্য বন্ধ করতে চেষ্টা করেছি।
কাদের বলেন, ‘মহাসড়কে ইজিবাইক, নসিমন-করিমন বা ছোট যানগুলো বন্ধ করতে পারছি না জনপ্রতিনিধিদের জন্য। বন্ধ করতে গেলে জনপ্রতিনিধিরা বাধা দেন। ভোটের রাজনীতি আছে। সহযাত্রী যদি সহযোগিতা না করে তাহলে কীভাবে এগুবে।’
অনুষ্ঠানে অনেকেই সড়ক-মহাসড়কের কিছু পরিবর্তনের কথা বলেন। তাঁদের উদ্দেশ করে কাদের বলেন, ‘সড়কের জন্য আপনারা যে পরিবর্তনের কথা বললেন, এসময়ে এসবের সময় নেই। অপেক্ষা করতে হবে। নির্বাচনে যারাই আসবে তারা পরিবর্তন বা পরিবর্ধন করবে। ন্যায় সঙ্গত কিছু দাবি আছে, কিন্ত এখন নয়। সময় নেই, ফেরেশতা হলে পারত।’
নির্বাচনের তফসিল নিয়ে কাদের বলেন, ‘নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন সামনে রেখে নভেম্বরের মাঝামাঝি বা আগে তফসিল ঘোষণা করবে। সম্ভাব্য জানুয়ারির প্রথম সপ্তাহে হবে নির্বাচন।’
সংবিধানকে যারা কচুকাটা করেছে তারাই এখন সংবিধান মানে না উল্লেখ করে কাদের বলেন, ‘অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালত বাদ দিয়েছে। আওয়ামী লীগ করেনি। যারা মনে মনে স্বপ্ন দেখছেন, অবরোধ করে, রাস্তা দখল করে, মানুষ হত্যা করে ইচ্ছে মতো সংবিধানকে কচুকাটা করবেন সেটি হবে না। হতে দেব না।’
কাদের বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কারো জন্য নির্বাচন আটকে থাকবে না। নভেম্বরে নির্বাচনের ট্রেন ছেড়ে দেবে, মিস করলে পিছিয়ে পড়বেন।’
এসময় মন্ত্রী বলেন, অবরোধ করে রাস্তা দখল করে অগ্নিসন্ত্রাস করতে আসলে তা প্রতিহত করা হবে। দেশ ও নির্বাচন ব্যবস্থাকে সংবিধান অনুযায়ী চালানো হবে। অবরোধের হুমকি দিয়ে কোন লাভ হবে না বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।
এলিভেটেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে উঠলে ঢাকা সিটি লাগে ইউরোপের মতো, আর নামলে মনে হয় গরিব দেশ বলেও মন্তব্য করেন কাদের। বলেন, ‘এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে মুড়ির টিন চলছে। মালিক সমিতিকে বলব, আমাদের গ্রামগুলোতে এর চেয়ে ভালো গাড়ি চলে।’
কাদের বলেন, ‘ঢাকা অবরোধ-দখলের নামে হুমকি আসছে, খায়েশ পূরণ হবে না বিএনপির। এর থেকে পরিত্রাণ পেতে একজন আছেন শেখ হাসিনা। তাঁর হাতকে শক্তিশালী করতে হবে।’