২৮ অক্টোবর শান্তিপূর্ণ মহাসমাবেশ করবে বিএনপি
- আপডেট সময় : ১০:৩৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
- / ৪২৪ বার পড়া হয়েছে
২৮শে অক্টোবর নয়াপল্টনে শান্তিপূর্ণ মহাসমাবেশ করবে বিএনপি। এতে সারাদেশ থেকে নেতাকর্মীরা অংশ নেবে। সেদিন ঢাকায় বসে পড়ার কোনো কর্মসূচি নয় উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সরকার তাদের কর্মসূচি বানচালে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।
রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের একতরফা নির্বাচনের স্বপ্ন এবার পূরণ হবে না।
ফখরুল অভিযোগ করে বলেন, জনগণের দাবিকে স্তব্ধ করতে আগের মতো নেতা-কর্মীদের নামে মিথ্যা গায়েবি মামলা শুরু করেছে সরকার। মহাসবমাবেশকে কেন্দ্র করে প্রায় ১৩ হাজার নেতা-কর্মীর নামে মামলা হয়েছে।
জাতীয় সংসদের চলতি অধিবেশনে বিল এনে নির্দলীয় তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করতে সরকারের প্রতি আহবানও জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
সরকারের সময় শেষ উল্লেখ করে নিজেদের রক্ষায় সংসদের শেষ অধিবেশনে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিধান সংবিধানে সংযোজিত করতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।
বিএনপির পরিণতি শাপলা চত্বরের মতো হবে- আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি, আর অন্যান্য দল এক নয়। শত নিপীড়ন করেও বিএনপিকে নির্মূল করা যায়নি। সরকার বিএনপি নেতা-কর্মীদের ভয় দেখানোর চেষ্টা করছে।
এসময় তিনি জানান, ২৮ শে অক্টোবর ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশ করবেন তারা। তবে ক্ষমতাসীনরা কর্মসূচি বানচালে মিথ্যা প্রচারণা শুরু করেছে।