ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মির্জা ফখরুল বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেন না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • / ৪১৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেন না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। রোববার (২২ অক্টোবর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বঙ্গবন্ধু সমগ্র’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

ড. হাছান বলেন, ফখরুল সাহেব আগেও বলেছেন পাকিস্তানই ভালো ছিল। এখানে স্পষ্ট বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখেননি তিনি। তারা বাবাও পাকিস্তানের সমর্থক ছিলেন। এটা দিবালোকের মতো সত্য। আসলেই মির্জা ফখরুল বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন। উনার বক্তব্য বলে উনি এদেশকে নিয়ে স্বপ্ন দেখেননি। দেশের উন্নয়নে হতাশ ফখরুল সাহেব। কারণ উনি পাকিস্তানের স্বপ্ন দেখেন।

তিনি বলেন, বিএনপি পাকিস্তানপন্থীদের নিয়ে দল গঠন করেছিল। তাই তারা বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখতে পারে না। ফলে যখন এদেশ নিয়ে প্রশংসায় ভাসছে বিশ্ব, তখন দলটি বলে ভিন্ন কথা। পাকিস্তানি ভাবধারা চর্চা করেছিল তারা। বঙ্গবন্ধু যখন দেশকে স্বাধীনতা এনে দিলেন তখনই চেতনার বেদীমূলে আঘাত করেছে বিএনপি।

বঙ্গবন্ধুর বায়োপিকে জিয়াউর রহমানের উপস্থিতি ঠিক মনে হচ্ছে না- বিএনপির এমন প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, বঙ্গবন্ধুর জীবন নিয়ে এ সিনেমা। জাতির পিতার হত্যার সঙ্গে জিয়া উপস্থিত। বরং সিনেমাতে তার সংশ্লিষ্টতা বেশি দেখানো হয়নি। এ ছবি দেশ- বিদেশে ব্যাপক সাড়া জাগিয়েছে। ফলে বিএনপির গাত্রদাহ হবে- এটাই স্বাভাবিক।

তিনি বলেন, বঙ্গবন্ধু কীভাবে খোকা থেকে শেখ মুজিব, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে উঠেছেন, সেসব বিষয় এ ছবিতে তুলে আনা হয়েছে। দেশের বাইরে থেকেও প্রচুর অনুরোধ আসছে এটি আন্তর্জাতিকভাবে প্রদর্শনের।

তথ্যমন্ত্রী বলেন, ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ নিয়ে সরকার কোনও চাপ অনুভব করছে না। মাঠ আওয়ামী লীগের দখলে থাকবে। বিএনপির মহাসমাবেশ, ছোট-মাঝারি সমাবেশ, হাঁটা-বসা-দৌড় কর্মসূচি নিয়ে আমরা কখনই চাপ অনুভব করিনি। ভবিষ্যতে হয়তো তারা হামাগুঁড়ি কর্মসূচি দেবে। এগুলো নিয়ে মাথাব্যথার কারণ নেই।

নিউজটি শেয়ার করুন

মির্জা ফখরুল বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেন না: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ১০:৩৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেন না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। রোববার (২২ অক্টোবর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বঙ্গবন্ধু সমগ্র’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

ড. হাছান বলেন, ফখরুল সাহেব আগেও বলেছেন পাকিস্তানই ভালো ছিল। এখানে স্পষ্ট বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখেননি তিনি। তারা বাবাও পাকিস্তানের সমর্থক ছিলেন। এটা দিবালোকের মতো সত্য। আসলেই মির্জা ফখরুল বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন। উনার বক্তব্য বলে উনি এদেশকে নিয়ে স্বপ্ন দেখেননি। দেশের উন্নয়নে হতাশ ফখরুল সাহেব। কারণ উনি পাকিস্তানের স্বপ্ন দেখেন।

তিনি বলেন, বিএনপি পাকিস্তানপন্থীদের নিয়ে দল গঠন করেছিল। তাই তারা বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখতে পারে না। ফলে যখন এদেশ নিয়ে প্রশংসায় ভাসছে বিশ্ব, তখন দলটি বলে ভিন্ন কথা। পাকিস্তানি ভাবধারা চর্চা করেছিল তারা। বঙ্গবন্ধু যখন দেশকে স্বাধীনতা এনে দিলেন তখনই চেতনার বেদীমূলে আঘাত করেছে বিএনপি।

বঙ্গবন্ধুর বায়োপিকে জিয়াউর রহমানের উপস্থিতি ঠিক মনে হচ্ছে না- বিএনপির এমন প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, বঙ্গবন্ধুর জীবন নিয়ে এ সিনেমা। জাতির পিতার হত্যার সঙ্গে জিয়া উপস্থিত। বরং সিনেমাতে তার সংশ্লিষ্টতা বেশি দেখানো হয়নি। এ ছবি দেশ- বিদেশে ব্যাপক সাড়া জাগিয়েছে। ফলে বিএনপির গাত্রদাহ হবে- এটাই স্বাভাবিক।

তিনি বলেন, বঙ্গবন্ধু কীভাবে খোকা থেকে শেখ মুজিব, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে উঠেছেন, সেসব বিষয় এ ছবিতে তুলে আনা হয়েছে। দেশের বাইরে থেকেও প্রচুর অনুরোধ আসছে এটি আন্তর্জাতিকভাবে প্রদর্শনের।

তথ্যমন্ত্রী বলেন, ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ নিয়ে সরকার কোনও চাপ অনুভব করছে না। মাঠ আওয়ামী লীগের দখলে থাকবে। বিএনপির মহাসমাবেশ, ছোট-মাঝারি সমাবেশ, হাঁটা-বসা-দৌড় কর্মসূচি নিয়ে আমরা কখনই চাপ অনুভব করিনি। ভবিষ্যতে হয়তো তারা হামাগুঁড়ি কর্মসূচি দেবে। এগুলো নিয়ে মাথাব্যথার কারণ নেই।