মধ্যপ্রাচ্যে চীনের ৬ যুদ্ধজাহাজ!
- আপডেট সময় : ০৪:৪১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
- / ৪৪০ বার পড়া হয়েছে
হামাস–ইসরায়েল সংঘাতের মধ্যেই এবার মধ্যপ্রাচ্যে দেখা গেল ৬টি চীনা যুদ্ধজাহাজ। সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে দাবি করা হয়, এর মধ্যে বেশ কয়েকটি যুদ্ধজাহাজকে চীনা নৌবাহিনীর গুরুত্বপূর্ণ সমরাস্ত্র হিসেবে বিবেচনা করা হয়।
সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, এরমধ্যে জিবো নামের ০৫২ডি গাইডেড মিসাইল ডেট্রয়ার রয়েছে। এটি এমন এক যুদ্ধজাহাজ, যা শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম। এ ছাড়া রয়েছে ফ্রিগেট জিনজু।
গত ১৪ অক্টোবর সর্বশেষ এসব যুদ্ধজাহাজগুলো দেখা গিয়েছিল। ওই সময় এগুলো ওমানের রাজধানী মাস্কাটের বন্দর থেকে ছেড়ে যায়। সরকারি মালিকানাধীন চীনা সংবাদমাধ্যমও এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এসব যুদ্ধজাহাজ ১৮ অক্টোবর পাঁচ দিনের সফরে কুয়েতের শুওয়াইখ বন্দরে নোঙর করেছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এসব যুদ্ধজাহাজ কুয়েতে অবস্থান করছে।
মধ্যপ্রাচ্য এখন অনেক উত্তপ্ত। হামাস–ইসরায়েলের সংঘাত চলছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের রকেট হামলার পর শুরু হয় এই সংঘাত। এর পর গাজায় একের পর এক হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। এ পর্যন্ত প্রায় ৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেকই শিশু।
এই সংঘাতে চীন সরাসরি কোনো পক্ষ নেয়নি। তবে প্রতিক্রিয়ায় মনে হয়েছে, তারা ফিলিস্তিনের পক্ষে রয়েছে। তবে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ভালো যাচ্ছে দেশটির। এ জন্য নিরপেক্ষ থাকার চেষ্টা করছে চীন।
এই যুদ্ধে ইসরায়েলকে সরাসরি সমর্থন দিয়েছে আমেরিকা–যুক্তরাজ্য। এরই মধ্যে সহায়তার ঘোষণাও দেওয়া হয়েছে। হামাসের পক্ষে লড়াইয়ের ঘোষণা দিয়েছে লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহ। এতে সমর্থন দিয়ে যাচ্ছে ইরান। এবার চীন যুদ্ধে জড়িয়ে পড়ে কিনা—সেটিই দেখার বিষয়।