ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হামাসের হামলায় ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩২:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
  • / ৪৩৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে স্থল অভিযানের সময় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ওই সেনা নিহত হয়।

গাজা উপত্যকার ভেতর প্রবেশ করা ইসরায়েলি সৈন্যদের উপর আকস্মিক হামলা চালানোর দাবি করেছে হামাস। সশস্ত্র এ গোষ্ঠীর সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডস জানিয়েছে, তারা ইসরায়েলিদের দুটি সামরিক বুলডোজার ও একটি ট্যাংক লক্ষ্য করে হামলা চালিয়েছে। এরপর সেখান থেকে সামরিক যান রেখে পালিয়ে যায় ইসরায়েলি সৈন্যরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে হামাস বলেছে, ‘ইহুদিবাদী বাহিনীর সেনারা গাজার খান ইউনিসে আল-কাসাম ব্রিগেডসের অতর্কিত হামলার মুখে পড়ে। এরপর সেখান থেকে সামরিক যান রেখে পায়ে হেঁটে সীমান্ত বেড়ার পূর্ব দিকে পালিয়ে যায় তারা।’ সোমবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর গাজা উপত্যকায় অভিযানের সময় হামাসের নিক্ষেপ করা ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের একজন সেনা নিহত হয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে।

রোববারের এই ঘটনায় আহত হয়েছে ইসরায়েলের আরও তিন সেনাসদস্য। অন্যদিকে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস তার টেলিগ্রাম অ্যাকাউন্টে বলেছে, গাজা উপত্যকার ভেতর প্রবেশ করা ইসরায়েলি সৈন্যদের ওপর আকস্মিক হামলা চালিয়ে ইসরায়েলে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে এক ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে, একজন মাঝারিভাবে আহত হয়েছে এবং অন্য দুজন হালকা আহত হয়েছে। সামরিক বাহিনী বলেছে, রোববারের এই অভিযানের উদ্দেশ্য ছিল গাজার খান ইউনিস এলাকায় হামাসের হাতে থাকা বন্দিদের অবস্থান শনাক্ত করা এবং ‘সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা’।

আল জাজিরা বলছে, ইসরায়েলি বাহিনী গাজা সীমান্তজুড়ে অভিযান চালাচ্ছে। তারা বলছে, এই এলাকাটি হুমকিমুক্ত করা এবং হামাসের হাতে থাকা বন্দিদের সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করাই এই অভিযানের লক্ষ্য।

অন্যদিকে অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে আল জাজিরার মোহাম্মদ জামজুম বলেছেন, গাজায় প্রবেশের সময় হামাসের হামলায় সৈন্যের নিহত হওয়ার এই ঘটনাটি এমন কিছু যা ইসরায়েলি সেনাবাহিনী ‘খুব গুরুত্ব সহকারে’ নিবে।

নিউজটি শেয়ার করুন

হামাসের হামলায় ইসরায়েলি সেনা নিহত

আপডেট সময় : ০৬:৩২:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে স্থল অভিযানের সময় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ওই সেনা নিহত হয়।

গাজা উপত্যকার ভেতর প্রবেশ করা ইসরায়েলি সৈন্যদের উপর আকস্মিক হামলা চালানোর দাবি করেছে হামাস। সশস্ত্র এ গোষ্ঠীর সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডস জানিয়েছে, তারা ইসরায়েলিদের দুটি সামরিক বুলডোজার ও একটি ট্যাংক লক্ষ্য করে হামলা চালিয়েছে। এরপর সেখান থেকে সামরিক যান রেখে পালিয়ে যায় ইসরায়েলি সৈন্যরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে হামাস বলেছে, ‘ইহুদিবাদী বাহিনীর সেনারা গাজার খান ইউনিসে আল-কাসাম ব্রিগেডসের অতর্কিত হামলার মুখে পড়ে। এরপর সেখান থেকে সামরিক যান রেখে পায়ে হেঁটে সীমান্ত বেড়ার পূর্ব দিকে পালিয়ে যায় তারা।’ সোমবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর গাজা উপত্যকায় অভিযানের সময় হামাসের নিক্ষেপ করা ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের একজন সেনা নিহত হয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে।

রোববারের এই ঘটনায় আহত হয়েছে ইসরায়েলের আরও তিন সেনাসদস্য। অন্যদিকে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস তার টেলিগ্রাম অ্যাকাউন্টে বলেছে, গাজা উপত্যকার ভেতর প্রবেশ করা ইসরায়েলি সৈন্যদের ওপর আকস্মিক হামলা চালিয়ে ইসরায়েলে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে এক ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে, একজন মাঝারিভাবে আহত হয়েছে এবং অন্য দুজন হালকা আহত হয়েছে। সামরিক বাহিনী বলেছে, রোববারের এই অভিযানের উদ্দেশ্য ছিল গাজার খান ইউনিস এলাকায় হামাসের হাতে থাকা বন্দিদের অবস্থান শনাক্ত করা এবং ‘সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা’।

আল জাজিরা বলছে, ইসরায়েলি বাহিনী গাজা সীমান্তজুড়ে অভিযান চালাচ্ছে। তারা বলছে, এই এলাকাটি হুমকিমুক্ত করা এবং হামাসের হাতে থাকা বন্দিদের সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করাই এই অভিযানের লক্ষ্য।

অন্যদিকে অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে আল জাজিরার মোহাম্মদ জামজুম বলেছেন, গাজায় প্রবেশের সময় হামাসের হামলায় সৈন্যের নিহত হওয়ার এই ঘটনাটি এমন কিছু যা ইসরায়েলি সেনাবাহিনী ‘খুব গুরুত্ব সহকারে’ নিবে।