২৮ অক্টোবর শাপলা চত্বরে সমাবেশের অনুমতি চেয়েছে জামায়াতে
- আপডেট সময় : ০২:৩৩:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
- / ৪১৮ বার পড়া হয়েছে
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে আগামী ২৮ অক্টোবর সমাবেশের অনুমতি চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে এ সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে চিঠি দিয়েছে জামায়াত। চিঠিতে দলটি জানিয়েছে, ২৮ অক্টোবর দুপুর ২টায় সমাবেশ করবে তারা। সমাবেশে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।
একই দিনে রাজধানীর নয়াপল্টনে দুপুর ২টায় সমাবেশের অনুমতি চেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ইতোমধ্যে এ নিয়ে উৎকণ্ঠা বিরাজ করছে।
ওই দিনই ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ ডেকেছে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ। ফলে দলগুলোর সমাবেশের সময় যত ঘনিয়ে আসছে, উদ্বেগ তত বাড়ছে।
এরই মধ্যে রোববার (২২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। এসময়ে রাজনৈতিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ সমাবেশ এবং হস্তক্ষেপমুক্ত অংশগ্রহণের গুরুত্বের কথা তুলে ধরেন তিনি।
পরে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা অচল হতে দেয়া হবে না। কেউ শান্তিপূর্ণ সমাবেশ করলে বাধা দেয়া হবে না। এটা তাদের রাজনৈতিক অধিকার।
তিনি আরও বলেন, রাজধানীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ রয়েছে পুলিশ। সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে তারা। সর্বত্র সর্বোচ্চ নজরদারি চলছে।