২০২৪ সালেও সরকারি ছুটি ২২ দিন

- আপডেট সময় : ০২:১৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
- / ৪৮১ বার পড়া হয়েছে

এ বছরের মতো ২০২৪ সালেও সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ছুটি থাকছে ২২ দিন। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে আগামী বছরের সরকারি ছুটির অনুমোদন দেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় পর্বসহ বিভিন্ন উপলক্ষ্যে সব মিলিয়ে আগামী বছর মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে আবার দুদিন পড়েছে শুক্রবার।’
এছাড়া ধর্মীয় কারণে বিভিন্ন সম্প্রদায় ঐচ্ছিক ছুটি নিতে পারবেন জানিয়ে তিনি বলেন, ‘সেটি আমাদের আছে।’
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, চলতি বছরও (২০২৩ সাল) সরকারি ছুটি ২২ দিন ছিল। তবে এর মধ্যে আট দিন পড়েছিল সাপ্তাহিক বন্ধের দিন শুক্র ও শনিবার।