ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পুতিন কি আসলেই হৃদরোগে শয্যাশায়ী?

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
  • / ৪১৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন শয্যাশায়ী—এমন সংবাদই প্রকাশ করেছে বিভিন্ন সংবাদমাধ্যম। টেলিগ্রাম চ্যানেলের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও ব্রিটিশ সংবাদমাধ্যম জিবির প্রতিবেদনে এমন দাবিই করা হয়।

তবে বিশ্বের প্রথম সারির কোনো সংবাদমাধ্যমে এমন কোনো প্রতিবেদন দেখা যায়নি। এ ছাড়া রুশ সংবাদমাধ্যমগুলোও এ নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। এমনকি রুশ কর্তৃপক্ষও কোনো প্রতিক্রিয়া দেয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, গত রোববার বিকেলে হৃদরোগে আক্রান্ত হন পুতিন। ওই সময় তিনি টেবিলে বসে কিছু খাচ্ছিলেন। এর পর তিনি মেঝেতে পড়ে যান। একজন নিরাপত্তাকর্মী এসে দেখেন, তিনি মেঝেতে পড়ে আছেন।

এ ঘটনার পর পুতিনকে দ্রুত একটি আলাদা রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে আসেন তাঁর চিকিৎসক দল। পুতিনের বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো তথ্য জানা যায়নি।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটারের নতুন নাম) দুটি ছবিও শেয়ার করেছেন সাংবাদিক ও এআই স্পেশালিস্ট ব্রায়ান ক্রাসেনস্টাইন। তিনিও এ ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

পুতিন কি আসলেই হৃদরোগে শয্যাশায়ী?

আপডেট সময় : ১০:০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩

কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন শয্যাশায়ী—এমন সংবাদই প্রকাশ করেছে বিভিন্ন সংবাদমাধ্যম। টেলিগ্রাম চ্যানেলের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও ব্রিটিশ সংবাদমাধ্যম জিবির প্রতিবেদনে এমন দাবিই করা হয়।

তবে বিশ্বের প্রথম সারির কোনো সংবাদমাধ্যমে এমন কোনো প্রতিবেদন দেখা যায়নি। এ ছাড়া রুশ সংবাদমাধ্যমগুলোও এ নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। এমনকি রুশ কর্তৃপক্ষও কোনো প্রতিক্রিয়া দেয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, গত রোববার বিকেলে হৃদরোগে আক্রান্ত হন পুতিন। ওই সময় তিনি টেবিলে বসে কিছু খাচ্ছিলেন। এর পর তিনি মেঝেতে পড়ে যান। একজন নিরাপত্তাকর্মী এসে দেখেন, তিনি মেঝেতে পড়ে আছেন।

এ ঘটনার পর পুতিনকে দ্রুত একটি আলাদা রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে আসেন তাঁর চিকিৎসক দল। পুতিনের বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো তথ্য জানা যায়নি।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটারের নতুন নাম) দুটি ছবিও শেয়ার করেছেন সাংবাদিক ও এআই স্পেশালিস্ট ব্রায়ান ক্রাসেনস্টাইন। তিনিও এ ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন।