ওয়ানডেতে নবমবারে এসে ইতিহাসই গড়ে ফেলল আফগানিস্তান। চেন্নাইয়ে সোমবার পাকিস্তানের ২৮২ রানের লক্ষ্যটা এত সহজে পেরিয়ে গেল আফগানিস্তান, এটিকে অঘটন বলারও কোনো উপায় থাকল না! ৬ বল হাতে রেখে ৮ উইকেটের জয়ে ইতিহাস গড়ে ফেলেছে আফগানিস্তান। আর উদযাপনও হয়েছে ব্যাপক আকারে।
অন্যরকমভাবে এই জয় উদযাপন করা হয়েছে কাবুলে। টানা ১৫ মিনিট গুলি করা হয় আকাশের দিকে বন্দুক তাক করে। এ সময় আতশবাজিও দেখা যায়। দুই প্রতিবেশী দেশের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বও রয়েছে। এ কারণে জয়টা তাদের জন্য বিশেষ কিছু।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারানোটা আফগানিস্তানের জন্য একটু বেশিই খুশির উপলক্ষ্য। এমনিতেই দেশটিতে একের পর এক সংকট। ক্রিকেটেই কেবল এখন উদযাপনের সুযোগ রয়েছে। আর সেটিই সোমবার রাতে খেলা শেষে করতে দেখা গেল কাবুলে।
পাকিস্তানকে তো প্রথমবার হারানো হলোই, এই বিশ্বকাপে নামার আগে দুই বিশ্বকাপ মিলিয়ে এক জয় পাওয়া আফগানিস্তান এবার ইংল্যান্ডের পর পাকিস্তানকে হারিয়েই জয়ের সংখ্যাটা তিনগুণ করে ফেলল। এক বিশ্বকাপে দুই জয়ের দেখাও পেল এই প্রথম। তাতে সেমিফাইনালের আশাও কি জেগে উঠল আফগানিস্তানের?
https://twitter.com/i/status/1716520294943457333