ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গোপালগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জ সংবাদদাতা
  • আপডেট সময় : ০৭:২৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
  • / ৫১২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জে বাস ও মাছবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত এবং আরো ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪শে অক্টোবর) ভোর ৪টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর শরীফপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- কোটালীপাড়া উপজেলার বিরামের কান্দি গ্রামের ফজল শেখের ছেলে মাছ ব্যবসায়ী লায়েক শেখ (৪০) এবং একই গ্রামের মোসলেম শেখের ছেলে পিকআপচালক শফিকুল ইসলাম (২৫)।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক খান শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চট্রগ্রাম থেকে ছেড়ে আসা খুলনাগামী জিএস পরিবহনের একটি বাস ঘটনাস্থলে আসলে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া মাছবোঝাই একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাস ও পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপচালক ও ব্যবসায়ীর মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন বাসচালকের সহকারীসহ ১০ যাত্রী।

তিনি আরো বলেন, নিহত ও আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। আহতদের মধ্যে বাসের হেলপারকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

আপডেট সময় : ০৭:২৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩

গোপালগঞ্জে বাস ও মাছবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত এবং আরো ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪শে অক্টোবর) ভোর ৪টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর শরীফপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- কোটালীপাড়া উপজেলার বিরামের কান্দি গ্রামের ফজল শেখের ছেলে মাছ ব্যবসায়ী লায়েক শেখ (৪০) এবং একই গ্রামের মোসলেম শেখের ছেলে পিকআপচালক শফিকুল ইসলাম (২৫)।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক খান শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চট্রগ্রাম থেকে ছেড়ে আসা খুলনাগামী জিএস পরিবহনের একটি বাস ঘটনাস্থলে আসলে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া মাছবোঝাই একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাস ও পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপচালক ও ব্যবসায়ীর মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন বাসচালকের সহকারীসহ ১০ যাত্রী।

তিনি আরো বলেন, নিহত ও আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। আহতদের মধ্যে বাসের হেলপারকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক আটক করা হয়েছে।