প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হল দুর্গাপূজা
- আপডেট সময় : ০৫:২১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / ৪২৭ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গোৎসবে উচ্ছ্বাস ছাপিয়ে এখন বিষাদের সুর। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে পাঁচদিনের উৎসব। সকল অকল্যাণ দূর করে দেবী ফিরে যাচ্ছেন কৈলাশে। ভক্তদের জন্য রেখে যাচ্ছেন আশীর্বাদ। দেশজুড়ে বিকেল থেকে শুরু হওয়া প্রতিমা বিসর্জন চলেছে রাত পর্যন্ত।
মহা ষষ্ঠীতে বোধনের মধ্য দিয়ে মর্ত্যে বরণ করা হয় দেবী দুর্গাকে। আর বিজয়া দশমীতে বিষাদের সুরে জানানো হলো বিদায়। মঙ্গলবার সকালে সম্পন্ন হয়েছে দশমী পূজা ও দর্পণ বিসর্জন। মণ্ডপে মণ্ডপে ঢল নামে ভক্তদের।
উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী। পতেঙ্গা সমুদ্র সৈকত ও কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাটসহ বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জন দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। রয়েছে বর্ণিল আয়োজন।
বিজয়া দশমীতে রাজশাহীতে ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বিহিত পূজা। পরে শুরু হয় সিঁদুর খেলা। সেই সাথে চলে শুভেচ্ছা বিনিময়। দুপুর থেকে পদ্মা নদীতে শুরু হয় প্রতিমা বিসর্জন।
খুলনার বিভিন্ন এলাকায় মন্দিরগুলোতে দুর্গাদেবীর আরাধনার পর ভক্তরা মেতে ওঠে সিঁদুর খেলায়।
রংপুরে শোভযাত্রার মাধ্যমে জেলা, উপজেলা, মহানগরের বিভিন্ন জলাশয়ে প্রতিমা বিসর্জন দেয়া হয়। এ উপলক্ষে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
শেষ দিনে দেবীকে বিদায় জানাতে সকাল থেকে দিনাজপুরের মণ্ডপগুলোতে ভীড় করেন ভক্ত ও পুন্যার্থীরা। পূজা-অর্চনা শেষে তারা দেবীর পায়ে সিঁদুর দেয়ার পর একে অপরের কপালে সিঁদুর পরিয়ে দেন। অশ্র“সজল নয়নে বিদায় জানান দেবীকে।
ফেনীতে আনন্দমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। বিসর্জনের মধ্য দিয়ে বিদায় জানানো হলো দেবী দুর্গাকে। শান্তিপূর্নভাবে পূজা অনুষ্ঠিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনুসারীরা।
দুর্গাপূজাকে ঘিরে হিলি সীমান্তে কয়েকদিন ধরে বিরাজ করছে উৎসব আমেজ। কাঁটাতারের বেড়া দু’দেশকে বিভক্ত করলেও, আলাদা করতে পারেনি সম্প্রীতির বন্ধন ও ভালোবাসাকে। দশমীতে শেষ হলো সেই উৎসব।
এছাড়া, ঝিনাইদহ, মাগুরাসহ সারাদেশে শোভাযাত্রার মধ্য দিয়ে চলছে প্রতিমা বিসর্জন। ঢাকের বাদ্যে ভক্তরা বিদায় জানান দেবীকে।