ঢাকা ০৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কর্মবিরতিতে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
  • / ৪৩৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কর্মক্ষেত্রে নারী–পুরুষ বেতনবৈষম্যের কারণে এবার কর্মবিরতিতে গেলেন আইসল্যান্ডের কর্মজীবী নারীরা। আজ মঙ্গলবার এক দিনের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা। কর্মবিরতিতে যাওয়া নারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে নিজেও কর্মবিরতি পালনের কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্যাটরিন জ্যাকবসত্তির।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, কর্মক্ষেত্রে নারী–পুরুষ বেতনবৈষম্য ও নারীদের ওপর বিভিন্ন সহিংস ঘটনার প্রতিবাদে একদিনের কর্মবিরতি পালন করবেন আইসল্যান্ডের হাজারো কর্মজীবী নারী। এদের বেশির ভাগই কর্মী, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কাজ করেন।

এর মধ্য দিয়ে ১৯৭৫ সালের পর এই প্রথম দেশটির নারীরা কর্মবিরতি পালন করছেন। এ প্রতিবাদের ব্যাপারে প্রধানমন্ত্রী ক্যাটরিন জ্যাকবসত্তির বলেন, ‘আমি মঙ্গলবার কর্মবিরতি পালন করব। আমি আশা করছি দেশের কর্মজীবী সব নারীরাও তা করবে।’

কর্মক্ষেত্রে নারী–পুরুষ বেতনবৈষম্যের ব্যাপারে তাঁর সরকার তাগিদ দিয়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

নারী–পুরুষ সমঅধিকারের ক্ষেত্রে বিশ্বের প্রথম সারির দেশগুলোর মধ্যে রয়েছে আইসল্যান্ড। গত ১৪ বছর ধরে এ দেশ আরও অগ্রসর হচ্ছে। তবে এখনো সমতা আসেনি। ওয়ার্ল্ড ইকোনমিকাল ফোরামের (ডব্লিউইএফ) মতে, দেশটিতে নারী–পুরুষ সমতা ৯১.২%।

নিউজটি শেয়ার করুন

কর্মবিরতিতে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী!

আপডেট সময় : ০৬:৫০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩

কর্মক্ষেত্রে নারী–পুরুষ বেতনবৈষম্যের কারণে এবার কর্মবিরতিতে গেলেন আইসল্যান্ডের কর্মজীবী নারীরা। আজ মঙ্গলবার এক দিনের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা। কর্মবিরতিতে যাওয়া নারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে নিজেও কর্মবিরতি পালনের কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্যাটরিন জ্যাকবসত্তির।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, কর্মক্ষেত্রে নারী–পুরুষ বেতনবৈষম্য ও নারীদের ওপর বিভিন্ন সহিংস ঘটনার প্রতিবাদে একদিনের কর্মবিরতি পালন করবেন আইসল্যান্ডের হাজারো কর্মজীবী নারী। এদের বেশির ভাগই কর্মী, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কাজ করেন।

এর মধ্য দিয়ে ১৯৭৫ সালের পর এই প্রথম দেশটির নারীরা কর্মবিরতি পালন করছেন। এ প্রতিবাদের ব্যাপারে প্রধানমন্ত্রী ক্যাটরিন জ্যাকবসত্তির বলেন, ‘আমি মঙ্গলবার কর্মবিরতি পালন করব। আমি আশা করছি দেশের কর্মজীবী সব নারীরাও তা করবে।’

কর্মক্ষেত্রে নারী–পুরুষ বেতনবৈষম্যের ব্যাপারে তাঁর সরকার তাগিদ দিয়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

নারী–পুরুষ সমঅধিকারের ক্ষেত্রে বিশ্বের প্রথম সারির দেশগুলোর মধ্যে রয়েছে আইসল্যান্ড। গত ১৪ বছর ধরে এ দেশ আরও অগ্রসর হচ্ছে। তবে এখনো সমতা আসেনি। ওয়ার্ল্ড ইকোনমিকাল ফোরামের (ডব্লিউইএফ) মতে, দেশটিতে নারী–পুরুষ সমতা ৯১.২%।