০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দুই ইসরাইলি বন্দীকে মুক্তি দিলো হামাস

মানবিক কারণে আরো দুই নারী বন্দিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা সোমবার রাতে নিজেদের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে একথা জানান।

সোমবার কাতার ও মিশরের মধ্যস্থতায় তাদের মুক্তি দেয়া হয়। মুক্তিপ্রাপ্ত জিম্মিরা হলেন– ইসরাইলের নুরিত কুবার (৭৯) ও ইয়োচেভ লিফশিতজ (৮৫)।

তাদের মুক্তির বিষয়টি ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে বলে মঙ্গলবার (২৪ শে অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে।

বিবৃতিতে হামাসের মুখপাত্র আবু ওবাইদা বলেন, ‘ দুজনকে মুক্তি দেয়া হয়েছে। তাদের স্বাস্থ্যগত সমস্যা ও মানবিক খাতিরে মুক্তি সিদ্ধান্ত নেযা হয়েছে। তবে এটা মনে রাখা দরকার যে গত শুক্রবার তাদের নিতে অস্বীকার করেছিল ইসরাইল।’

এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের এক মুখপাত্র বিবৃতিতে জানান, বন্দিদের মুক্তি করতে হামাসের বাধা অতিক্রম করে বিভিন্ন চ্যানেল হয়ে কাজ করছে আইডিএফ ও নিরাপত্তা বাহিনী।

জিম্মি মুক্তির এ প্রক্রিয়ায় সহায়তা করেছে আন্তর্জাতিক স্বেচ্ছা সংস্থা রেডক্রস। বিশেষ করে জিম্মিদের দেশে ফিরিয়ে আনার জন্য “গুরুত্বপূর্ণ ভূমিকা” পালন করেছে সংস্থাটি। মুক্তিপ্রাপ্তদের ইসরাইলি বাহিনী তেল আবিবে নিয়ে যাওয়ার পর সেখানে তাদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

অন্যদিকে ইসরাইল তাদের মুক্তির মধ্যস্থতায় সহায়তার জন্য মিশরকে ধন্যবাদ জানিয়েছে। এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের দুই বন্দিকে মুক্তি দেয় হামাস।

দুই ইসরাইলি বন্দীকে মুক্তি দিলো হামাস

আপডেট : ০৬:৪৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩

মানবিক কারণে আরো দুই নারী বন্দিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা সোমবার রাতে নিজেদের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে একথা জানান।

সোমবার কাতার ও মিশরের মধ্যস্থতায় তাদের মুক্তি দেয়া হয়। মুক্তিপ্রাপ্ত জিম্মিরা হলেন– ইসরাইলের নুরিত কুবার (৭৯) ও ইয়োচেভ লিফশিতজ (৮৫)।

তাদের মুক্তির বিষয়টি ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে বলে মঙ্গলবার (২৪ শে অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে।

বিবৃতিতে হামাসের মুখপাত্র আবু ওবাইদা বলেন, ‘ দুজনকে মুক্তি দেয়া হয়েছে। তাদের স্বাস্থ্যগত সমস্যা ও মানবিক খাতিরে মুক্তি সিদ্ধান্ত নেযা হয়েছে। তবে এটা মনে রাখা দরকার যে গত শুক্রবার তাদের নিতে অস্বীকার করেছিল ইসরাইল।’

এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের এক মুখপাত্র বিবৃতিতে জানান, বন্দিদের মুক্তি করতে হামাসের বাধা অতিক্রম করে বিভিন্ন চ্যানেল হয়ে কাজ করছে আইডিএফ ও নিরাপত্তা বাহিনী।

জিম্মি মুক্তির এ প্রক্রিয়ায় সহায়তা করেছে আন্তর্জাতিক স্বেচ্ছা সংস্থা রেডক্রস। বিশেষ করে জিম্মিদের দেশে ফিরিয়ে আনার জন্য “গুরুত্বপূর্ণ ভূমিকা” পালন করেছে সংস্থাটি। মুক্তিপ্রাপ্তদের ইসরাইলি বাহিনী তেল আবিবে নিয়ে যাওয়ার পর সেখানে তাদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

অন্যদিকে ইসরাইল তাদের মুক্তির মধ্যস্থতায় সহায়তার জন্য মিশরকে ধন্যবাদ জানিয়েছে। এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের দুই বন্দিকে মুক্তি দেয় হামাস।