বিজয়া দশমীতে মর্ত্যলোক ছেড়ে বিদায় নেবেন দুর্গা
- আপডেট সময় : ০৫:৪৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / ৪২৮ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। পাঁচ দিনব্যাপী এই শারদ উৎসবের জন্য অপেক্ষা করতে হবে আরও একটি বছর। আজ মঙ্গলবার বিসর্জনের দিন সকালে হয় দশমীর বিহিত পূজা। পূজা শেষে দর্পণ ও বিসর্জন। শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটির দিন।
বিসর্জনের উদ্দেশে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিজয়া শোভাযাত্রা বের হবে। সম্মিলিত বাদ্য-বাজনা, মন্ত্রোচ্চারণ ও পূজা-অর্চনার মধ্য দিয়ে শুরু হবে বিজয়ার শোভাযাত্রা। এরপর একে একে বিসর্জন দেয়া হবে প্রতিমা। সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এই দিনে আবেগ ও মন খারাপের মিশেলে এক অনুভূতি সৃষ্টি হয়।
পাঁচ দিনের সার্বজনীন মিলনমেলা ভাঙবে আজ। অশ্রুসজল চোখে হিন্দু ধর্মাবলম্বী মানুষ বিসর্জন দেবেন প্রতিমা। এই দিনে আবেগ ও মন খারাপ মিশ্রিত একটি অনুভূতি সৃষ্টি হয়। ভক্তদের কাঁদিয়ে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। অপেক্ষায় থাকতে হবে আরও একটি বছর।
এ বছর দেবী এসেছেন ঘোড়ায় চড়ে। শাস্ত্রমতে, এ বাহনে আগমন রোগ, শোক ও হানাহানির মতো অশুভ ইঙ্গিত হলেও মহাঅষ্টমীতে দেবীর প্রতি প্রার্থনায় শান্তির আকুতি ছিল ভক্তদের।
এ বছর সারা দেশে ৩২ হাজার ৪০৮টি মণ্ডপে পূজা হচ্ছে। এর মধ্যে রাজধানীতে মণ্ডপ হয়েছে প্রায় ২৫০টি। আজ বিজয়া দশমীতে সকালে দর্পণ বিসর্জনের পর থেকে শুরু হবে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি। রাজধানীর অধিকাংশ মণ্ডপের প্রতিমা বিসর্জন হবে বুড়িগঙ্গায়।