ইইউ বিনিয়োগ ব্যাংকের সঙ্গে সমঝোতা
- আপডেট সময় : ০৫:২৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
- / ৪৩০ বার পড়া হয়েছে
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিনিয়োগ ব্যাংকের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ। বুধবার স্থানীয় সময় দুপুরে বেলজিয়ামের ব্রাসেলসে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই সমঝোতা হয়। একই দিন ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে ফোরামের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন শেখ হাসিনা।
এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও ইউরোপীয় বাণিজ্য কমিশনার ভালদিস ডোমব্রোভস্কিস ।
পরে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ঋণ সহায়তা চুক্তি হয় ।
সফরের তৃতীয় দিন বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেল। পরে বেলজিয়ামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় যোগ দেবেন শেখ হাসিনা।
আগামী ২৭ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।