ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল ও ম্যানইউর জয়

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • / ৩৪৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে আলাদা খেলায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড। গ্রুপ ’সি’ তে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হারিয়েছে স্পোর্টিং ব্রাগাকে। এ জয়ের ফলে তিন ম্যাচ থেকে টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে স্প্যানিশ ক্লাবটি।

মঙ্গলবার রাতে ঘরের মাঠে রিয়ালের কাছে হেরে যায় পর্তুগিজ ক্লাব ব্রাগা। রিয়াল মাদ্রিদের এ জয়ের ম্যাচে গোল করেছেন রদ্রিগো এবং জুডে বেলিংহাম। উভয়ার্ধে একটি করে গোল করেন তারা। রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে তিন ম্যাচেই গোল পেলেন বেলিংহাম।

ম্যাচ শুরুর ১৬ মিনিটে গোলও পেয়ে যায় মাদ্রিদের ক্লাবটি। বিরতির পর ৬১ মিনিটে বেলিংহামকে দিয়ে দ্বিতীয় গোল করান ভিনিসিয়ুস। বক্সের কোনা থেকে বাঁকানো শটে গোল করেন বেলিংহাম। এর দুই মিনিট পরই আলভারো দাজালো ব্রাগার হয়ে একটি গোল পরিশোধ করেন।

এদিকে, এফসি কোপেনহেগেনকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে এদিন ম্যাচ শুরু হয় ম্যানইউ গ্রেট ববি চার্লটনকে শ্রদ্ধা জানিয়ে।

ম্যাচ শুরুর ৭২ মিনিটে ম্যাগুয়ারের হেডে করা গোলে এগিয়ে যায় এরিক টেন হাগের দল। কিন্তু যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে স্কট ম্যাকটমিনে ফাউল করায় পেনাল্টি হজম করতে হয় ইউনাইটেডকে। গোলরক্ষক আন্দ্রে ওনানা স্টপেজ টাইমে পেনাল্টি বাঁচিয়ে এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয় এনে দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল ও ম্যানইউর জয়

আপডেট সময় : ০৭:১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে আলাদা খেলায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড। গ্রুপ ’সি’ তে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হারিয়েছে স্পোর্টিং ব্রাগাকে। এ জয়ের ফলে তিন ম্যাচ থেকে টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে স্প্যানিশ ক্লাবটি।

মঙ্গলবার রাতে ঘরের মাঠে রিয়ালের কাছে হেরে যায় পর্তুগিজ ক্লাব ব্রাগা। রিয়াল মাদ্রিদের এ জয়ের ম্যাচে গোল করেছেন রদ্রিগো এবং জুডে বেলিংহাম। উভয়ার্ধে একটি করে গোল করেন তারা। রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে তিন ম্যাচেই গোল পেলেন বেলিংহাম।

ম্যাচ শুরুর ১৬ মিনিটে গোলও পেয়ে যায় মাদ্রিদের ক্লাবটি। বিরতির পর ৬১ মিনিটে বেলিংহামকে দিয়ে দ্বিতীয় গোল করান ভিনিসিয়ুস। বক্সের কোনা থেকে বাঁকানো শটে গোল করেন বেলিংহাম। এর দুই মিনিট পরই আলভারো দাজালো ব্রাগার হয়ে একটি গোল পরিশোধ করেন।

এদিকে, এফসি কোপেনহেগেনকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে এদিন ম্যাচ শুরু হয় ম্যানইউ গ্রেট ববি চার্লটনকে শ্রদ্ধা জানিয়ে।

ম্যাচ শুরুর ৭২ মিনিটে ম্যাগুয়ারের হেডে করা গোলে এগিয়ে যায় এরিক টেন হাগের দল। কিন্তু যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে স্কট ম্যাকটমিনে ফাউল করায় পেনাল্টি হজম করতে হয় ইউনাইটেডকে। গোলরক্ষক আন্দ্রে ওনানা স্টপেজ টাইমে পেনাল্টি বাঁচিয়ে এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয় এনে দেয়।