গাজায় মানবাধিকার লঙ্ঘন করছে ইসরায়েল: জাতিসংঘ মহাসচিব
- আপডেট সময় : ০৭:১১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
- / ৪২০ বার পড়া হয়েছে
গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইসরায়েলে হামাস বিনা কারণে হামলা করেনি বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, গাজায় ইসরায়েলি হামলা বন্ধে পদক্ষেপ নিতে আরব দেশ ও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলের হামলায় ৭০৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭০১ জন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজা ইস্যুতে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। এসময় ইসরায়েলে হামাসের হামলা বিনা কারণে হয়নি বলে জানান তিনি।
অ্যান্তেনিও গুতেরেস বলেন, ‘ফিলিস্তিনি জনগণ ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের শিকার হয়েছে। তারা দেখেছে কীভাবে তাদের ভূখণ্ড গ্রাস করা হয়েছে এবং তাদেরকে বাস্ত্যুচ্যুত করা হয়েছে। তাদের অর্থনীতিতে ধস নেমেছে এবং সমস্যার রাজনৈতিক সমাধানের আশা লোপ পেয়েছে।’
তবে, ফিলিস্তিনিদের দুর্দশা দিয়ে হামাসের হামলার বৈধতা দেওয়া যাবে না বলে জানান গুতেরেস। এদিকে, গাজা ইস্যুতে মন্তব্যের পর গুতেরেসের পদত্যাগ দাবি করেছেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান। গুতেরেসের বক্তব্যকে জঘন্য বলে অভিহিত করেছেন তিনি।
অবিলম্বে জ্বালানি না পেলে বুধবার রাত থেকে গাজায় কার্যক্রম বন্ধ করতে বাধ্য হবে জাতিসংঘ। মঙ্গলবার এ বিষয়ে সর্তক করে সংস্থাটি। এদিকে, জ্বালানির অভাবে গাজার ৪০টি চিকিৎসা কেন্দ্রের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
এদিকে, গাজায় ইসরায়েলি হামলা বন্ধে পদক্ষেপ নিতে জন্য আরব দেশ ও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে হামাস।
হামাস কর্মকর্তা ওসামা হামদান বলেন, ‘দখলবার বাহিনীর ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ নিন। শিশুসহ বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে তারা। আরব দেশগুলোকে বলব, আপনারা ইসরায়েলে সাথে সম্পর্ক স্বাভাবিক করা বন্ধ করুন। আর গাজায় জরুরিভিত্তিতে ত্রাণ সহায়তা নির্বিঘ্ন করুন।’