০২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানকে নাচিয়ে ছাড়ল বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ০৫:৪৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • ৭৯ দেখেছেন

অবিশ্বাস্য বোলিং। রেকর্ডগড়া বোলিংও। রেকর্ড বলতে, নাহিদা আক্তারের নিজেকেই নিজে ছাপিয়ে যাওয়া আর কী! মেয়েদের টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ডটা আগেই নাহিদা আক্তারের দখলে ছিল, গত বছরের জানুয়ারিতে কেনিয়ার বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন ১২ রান দিয়ে। আজ বাঁহাতি স্পিনে এমন মায়াজালে পাকিস্তানের ব্যাটারদের বেঁধে রেখে নাহিদা ৫ উইকেট নিলেন ৮ রানে।

নাহিদার এমন বোলিংয়ের সৌজন্যেই পাকিস্তানের মেয়েদের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চট্টগ্রামে আজ বাংলাদেশের মেয়েরা জিতেছে ৫ উইকেটে। আগে ব্যাটিংয়ে নামা পাকিস্তানকে মাত্র ৮৫ রানে আটকে দেয় বাংলাদেশ, যদিও তা পেরোতে ব্যাটারদের ঘাম ঝরেছে অনেক। একেবারে শেষ ওভারে, ৩ বল বাকি থাকা অবস্থায় জয়টা পেয়েছে বাংলাদেশ।

পাকিস্তানের ইনিংসের শুরু আর শেষে ধাক্কাটা দিয়েছেন নাহিদা। চতুর্থ ওভারে সিদরা আমিনকে ফিরিয়ে ১৬ রানে ভেঙেছেন পাকিস্তানের ওপেনিং জুটি, নিজের পরের ওভারে ফিরিয়েছেন আরেক ওপেনার ও পাকিস্তানের অধিনায়ক মুনিবা আলীকে (১৬)।

২৫ রানে দুই ওপেনারকে হারানো পাকিস্তান মাঝে ৫৬ থেকে ৫৯ – এই চার রানে ৪ উইকেট হারায় মাত্র ১৩ বলের মধ্যে। তা-ও কোন কোন ব্যাটার! অধিনায়ক নিদা দার (১৪), সেরা ব্যাটার বিসমাহ মারুফ (২০) এবং পাঁচ ও ছয় নম্বরে নামা ইরাম জাবেদ ও আলিয়া রিয়াজকে। শেষ দিকে এসে দুই ওভারে তিন উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংস গুটিয়ে দেওয়ার পাশাপাশি পাঁচ উইকেটও পুর্ণ করেন নাহিদা।

৮৩ রানের লক্ষ্যে বাংলাদেশ চতুর্থ ওভারে হারায় ওপেনার শামিমা সুলতানাকে (৫)। সুবহানা মুস্তারি দশম ওভারে ফেরেন ১৬ রান করে। এরপর ওপেনার মুর্শিদা খাতুনের (২৩) সঙ্গে মিলে দলকে জয়ের ভিত এনে দেন অধিনায়ক নিগার সুলতানা (২৬)। ১৫তম ওভারে দলকে ৫৭ রানে রেখে মুর্শিদা ফেরেন, অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে আলো ছড়িয়েও সিনিয়র দলে এসে এখনো নিজেকে হারিয়ে খোঁজা স্বর্না আক্তার (২) ফেরেন ১৭তম ওভারে, দলকে ৬৩ রানে রেখে। এরপর ১৯তম ওভারে সুলতানা খাতুনও (৬) যখন দলকে ৭৬ রানে রেখে রানআউট হয়ে যান, একটু শঙ্কা জেগেছিল বটে। এখান থেকে না আবার পথ হারায় বাংলাদেশ! এরকম পরিস্থিতি থেকে পথ হারানোর রেকর্ডও যে আছে!

তবে অধিনায়ক নিগার সুলতানা শেষ পর্যন্ত রিতুমনিকে (৩ বলে ৪) দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।

তিন টি-টোয়েন্টির সিরিজের পরের ম্যাচটি আগামী শুক্রবার, চট্টগ্রামেই, বাংলাদেশ সময় ৪টা ৩০ মিনিটে।

পাকিস্তানকে নাচিয়ে ছাড়ল বাংলাদেশ

আপডেট : ০৫:৪৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

অবিশ্বাস্য বোলিং। রেকর্ডগড়া বোলিংও। রেকর্ড বলতে, নাহিদা আক্তারের নিজেকেই নিজে ছাপিয়ে যাওয়া আর কী! মেয়েদের টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ডটা আগেই নাহিদা আক্তারের দখলে ছিল, গত বছরের জানুয়ারিতে কেনিয়ার বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন ১২ রান দিয়ে। আজ বাঁহাতি স্পিনে এমন মায়াজালে পাকিস্তানের ব্যাটারদের বেঁধে রেখে নাহিদা ৫ উইকেট নিলেন ৮ রানে।

নাহিদার এমন বোলিংয়ের সৌজন্যেই পাকিস্তানের মেয়েদের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চট্টগ্রামে আজ বাংলাদেশের মেয়েরা জিতেছে ৫ উইকেটে। আগে ব্যাটিংয়ে নামা পাকিস্তানকে মাত্র ৮৫ রানে আটকে দেয় বাংলাদেশ, যদিও তা পেরোতে ব্যাটারদের ঘাম ঝরেছে অনেক। একেবারে শেষ ওভারে, ৩ বল বাকি থাকা অবস্থায় জয়টা পেয়েছে বাংলাদেশ।

পাকিস্তানের ইনিংসের শুরু আর শেষে ধাক্কাটা দিয়েছেন নাহিদা। চতুর্থ ওভারে সিদরা আমিনকে ফিরিয়ে ১৬ রানে ভেঙেছেন পাকিস্তানের ওপেনিং জুটি, নিজের পরের ওভারে ফিরিয়েছেন আরেক ওপেনার ও পাকিস্তানের অধিনায়ক মুনিবা আলীকে (১৬)।

২৫ রানে দুই ওপেনারকে হারানো পাকিস্তান মাঝে ৫৬ থেকে ৫৯ – এই চার রানে ৪ উইকেট হারায় মাত্র ১৩ বলের মধ্যে। তা-ও কোন কোন ব্যাটার! অধিনায়ক নিদা দার (১৪), সেরা ব্যাটার বিসমাহ মারুফ (২০) এবং পাঁচ ও ছয় নম্বরে নামা ইরাম জাবেদ ও আলিয়া রিয়াজকে। শেষ দিকে এসে দুই ওভারে তিন উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংস গুটিয়ে দেওয়ার পাশাপাশি পাঁচ উইকেটও পুর্ণ করেন নাহিদা।

৮৩ রানের লক্ষ্যে বাংলাদেশ চতুর্থ ওভারে হারায় ওপেনার শামিমা সুলতানাকে (৫)। সুবহানা মুস্তারি দশম ওভারে ফেরেন ১৬ রান করে। এরপর ওপেনার মুর্শিদা খাতুনের (২৩) সঙ্গে মিলে দলকে জয়ের ভিত এনে দেন অধিনায়ক নিগার সুলতানা (২৬)। ১৫তম ওভারে দলকে ৫৭ রানে রেখে মুর্শিদা ফেরেন, অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে আলো ছড়িয়েও সিনিয়র দলে এসে এখনো নিজেকে হারিয়ে খোঁজা স্বর্না আক্তার (২) ফেরেন ১৭তম ওভারে, দলকে ৬৩ রানে রেখে। এরপর ১৯তম ওভারে সুলতানা খাতুনও (৬) যখন দলকে ৭৬ রানে রেখে রানআউট হয়ে যান, একটু শঙ্কা জেগেছিল বটে। এখান থেকে না আবার পথ হারায় বাংলাদেশ! এরকম পরিস্থিতি থেকে পথ হারানোর রেকর্ডও যে আছে!

তবে অধিনায়ক নিগার সুলতানা শেষ পর্যন্ত রিতুমনিকে (৩ বলে ৪) দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।

তিন টি-টোয়েন্টির সিরিজের পরের ম্যাচটি আগামী শুক্রবার, চট্টগ্রামেই, বাংলাদেশ সময় ৪টা ৩০ মিনিটে।