ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হাসপাতাল থেকে হোটেলে ফিরেছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • / ৪২৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাইপাস সার্জারির পর হাসপাতাল থেকে আজ বুধবার (২৫শে অক্টোবর) হোটেলে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সকালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল থেকে হোটেলে ফিরেছেন তিনি।

রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন জানিয়েছেন- রাষ্ট্রপতির শারীরিক অবস্থা এখন বেশ ভালো। হোটেলে রাষ্ট্রপতি তার দাপ্তরিক কার্যক্রমও সম্পাদন করছেন।

রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক আরও জানান, রাষ্ট্রপতির চিকিৎসাসহ সার্বিক অবস্থা পর্যালোচনা করতে ৩০শে অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড বসবে। পর্যালোচনা শেষে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দেশে ফিরবেন রাষ্ট্রপতি।

এদিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু।

রাষ্ট্রপতির কাছে পাঠানো এক বার্তায় ভারতের প্রেসিডেন্ট তার দেশের সরকার ও জনগণের পক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রতি শুভ কামনা ব্যক্ত করেন।

উল্লেখ্য, ১৮ই অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতির বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

হাসপাতাল থেকে হোটেলে ফিরেছেন রাষ্ট্রপতি

আপডেট সময় : ০৫:১৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

বাইপাস সার্জারির পর হাসপাতাল থেকে আজ বুধবার (২৫শে অক্টোবর) হোটেলে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সকালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল থেকে হোটেলে ফিরেছেন তিনি।

রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন জানিয়েছেন- রাষ্ট্রপতির শারীরিক অবস্থা এখন বেশ ভালো। হোটেলে রাষ্ট্রপতি তার দাপ্তরিক কার্যক্রমও সম্পাদন করছেন।

রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক আরও জানান, রাষ্ট্রপতির চিকিৎসাসহ সার্বিক অবস্থা পর্যালোচনা করতে ৩০শে অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড বসবে। পর্যালোচনা শেষে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দেশে ফিরবেন রাষ্ট্রপতি।

এদিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু।

রাষ্ট্রপতির কাছে পাঠানো এক বার্তায় ভারতের প্রেসিডেন্ট তার দেশের সরকার ও জনগণের পক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রতি শুভ কামনা ব্যক্ত করেন।

উল্লেখ্য, ১৮ই অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতির বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।