০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

যুদ্ধ ঠেকাতে চীনের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

ইসরায়েল ও ফিলিস্তিনির সশস্ত্রগোষ্ঠী হামাসের মধ্যকার যুদ্ধ যাতে ছড়িয়ে না পড়ে সে লক্ষ্যে চীনের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে এমনটি বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

তিনি জানান, ইসরায়েল-গাজা যুদ্ধ যেন বৃহৎ আকারে ছড়িয়ে পড়ে সে জন্য চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সংঘাতের বিস্তার রোধ করার জন্য এই কাউন্সিলের সদস্যদের এবং বিশেষ করে স্থায়ী সদস্যদের বিশেষ দায়িত্ব রয়েছে।

ওয়াং আগামীকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফরে যাবেন। আগামী মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরের প্রস্তুতি হিসেবেই চীনা পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর করার কথা ছিল, তবে ধারণা করা হচ্ছে তাঁর আলোচ্যসূচিতে মধ্যপ্রাচ্য সংকটের বিষয়টিও থাকবে।

এদিকে চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ঝাই জুন গাজায় যুদ্ধবিরতির জন্য এরইমধ্যে বিভিন্ন আরব নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

মধ্যপ্রাচ্য চীনের ক্রমবর্ধমান প্রভাব এই বছরের শুরুতে স্পষ্ট হয়। এসময় বেইজিংয়ের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরবের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আবারও স্বাভাবিক হয়।

যুদ্ধ ঠেকাতে চীনের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

আপডেট : ০৭:৪৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

ইসরায়েল ও ফিলিস্তিনির সশস্ত্রগোষ্ঠী হামাসের মধ্যকার যুদ্ধ যাতে ছড়িয়ে না পড়ে সে লক্ষ্যে চীনের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে এমনটি বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

তিনি জানান, ইসরায়েল-গাজা যুদ্ধ যেন বৃহৎ আকারে ছড়িয়ে পড়ে সে জন্য চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সংঘাতের বিস্তার রোধ করার জন্য এই কাউন্সিলের সদস্যদের এবং বিশেষ করে স্থায়ী সদস্যদের বিশেষ দায়িত্ব রয়েছে।

ওয়াং আগামীকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফরে যাবেন। আগামী মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরের প্রস্তুতি হিসেবেই চীনা পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর করার কথা ছিল, তবে ধারণা করা হচ্ছে তাঁর আলোচ্যসূচিতে মধ্যপ্রাচ্য সংকটের বিষয়টিও থাকবে।

এদিকে চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ঝাই জুন গাজায় যুদ্ধবিরতির জন্য এরইমধ্যে বিভিন্ন আরব নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

মধ্যপ্রাচ্য চীনের ক্রমবর্ধমান প্রভাব এই বছরের শুরুতে স্পষ্ট হয়। এসময় বেইজিংয়ের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরবের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আবারও স্বাভাবিক হয়।