ঢাকা ১২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সিরিয়ার বিমানবন্দরে ইসরায়েলের হামলা

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৬:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • / ৪২৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরিয়ার আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এরপর থেকে ওই বিমানবন্দরের সব ধরণের পরিষেবা বন্ধ রয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

আল-জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়, বুধবার বিকেলে সিরিয়ার আলেপ্পো শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েল হামলা চালিয়েছে বলে ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ থেকে প্রতিবেদন পাঠানো হয়েছে। যুদ্ধ পর্যবেক্ষণকারী ওই সংস্থা জানিয়েছে, দুই সপ্তাহের মধ্যে চতুর্থবারের মতো এ হামলার ঘটনা ঘটলো।

সিরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা সুলেমান খলিল বলেছেন, ‘আলেপ্পো বিমানবন্দরের রানওয়েতে হামলা চালানো হয়েছে।’ এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, আমরা খবর পাচ্ছি যে ইসরাইল সিরিয়ার অভ্যন্তরে আবারও বিমান হামলা চালিয়েছে।

ইসরায়েল অধিকৃত গোলানে হামলার চালানোর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এ খবর জানালো সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা। এর আগে ওই হামলায় অন্তত আটজন নিহত এবং সাতজন আহত হোন।

ওই হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ‘গতকাল ইসরায়েলে হামলার জবাবে সিরিয় সেনাবাহিনীর সামরিক অবকাঠামো এবং মর্টারগুলিতে হামলা চালানো হয়েছে।’

এর আগে গত রোববার ভোরে সিরিয়ার দামেস্ক বিমানবন্দরের ইসরায়েলি হামলা কমপক্ষে দুইজন নিহত হয়। গাজায় চলমান সংঘাতের মধ্যে সিরিয়ায় নিয়মিত বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। সিরিয়ার রাজধানী দামেস্ক ও আলেপ্পোর বিমানবন্দর লক্ষ্য করে ৭ অক্টোবর থেকে এর আগে তিন দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দুইটি বিমানবন্দর মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে, হামাস- ইসরায়েলে সংঘর্ষে মৃতের সংখ্যা বাড়ছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ৭৫৬ জনসহ ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৬ হাজার ৫৪৬ জন নিহত হয়েছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ২ হাজার ৭০৪ শিশু নিহত হয়েছে এবং ১৭ হাজার ৪৩৯ জন আহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সিরিয়ার বিমানবন্দরে ইসরায়েলের হামলা

আপডেট সময় : ০৫:৪৬:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

সিরিয়ার আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এরপর থেকে ওই বিমানবন্দরের সব ধরণের পরিষেবা বন্ধ রয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

আল-জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়, বুধবার বিকেলে সিরিয়ার আলেপ্পো শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েল হামলা চালিয়েছে বলে ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ থেকে প্রতিবেদন পাঠানো হয়েছে। যুদ্ধ পর্যবেক্ষণকারী ওই সংস্থা জানিয়েছে, দুই সপ্তাহের মধ্যে চতুর্থবারের মতো এ হামলার ঘটনা ঘটলো।

সিরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা সুলেমান খলিল বলেছেন, ‘আলেপ্পো বিমানবন্দরের রানওয়েতে হামলা চালানো হয়েছে।’ এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, আমরা খবর পাচ্ছি যে ইসরাইল সিরিয়ার অভ্যন্তরে আবারও বিমান হামলা চালিয়েছে।

ইসরায়েল অধিকৃত গোলানে হামলার চালানোর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এ খবর জানালো সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা। এর আগে ওই হামলায় অন্তত আটজন নিহত এবং সাতজন আহত হোন।

ওই হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ‘গতকাল ইসরায়েলে হামলার জবাবে সিরিয় সেনাবাহিনীর সামরিক অবকাঠামো এবং মর্টারগুলিতে হামলা চালানো হয়েছে।’

এর আগে গত রোববার ভোরে সিরিয়ার দামেস্ক বিমানবন্দরের ইসরায়েলি হামলা কমপক্ষে দুইজন নিহত হয়। গাজায় চলমান সংঘাতের মধ্যে সিরিয়ায় নিয়মিত বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। সিরিয়ার রাজধানী দামেস্ক ও আলেপ্পোর বিমানবন্দর লক্ষ্য করে ৭ অক্টোবর থেকে এর আগে তিন দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দুইটি বিমানবন্দর মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে, হামাস- ইসরায়েলে সংঘর্ষে মৃতের সংখ্যা বাড়ছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ৭৫৬ জনসহ ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৬ হাজার ৫৪৬ জন নিহত হয়েছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ২ হাজার ৭০৪ শিশু নিহত হয়েছে এবং ১৭ হাজার ৪৩৯ জন আহত হয়েছে।