রাশিয়ার সঙ্গে আলোচনায় হামাস
- আপডেট সময় : ০৬:৫৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
- / ৪২৫ বার পড়া হয়েছে
ইসরায়েল থেকে জিম্মি করা ব্যক্তিদের মুক্তির বিষয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের একটি প্রতিনিধি দল ও রুশ সরকারের মধ্যে আলোচনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মস্কোতে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।
এতে বলা হয়, বৈঠকে হামাসের জ্যেষ্ঠ নেতা আবু মারজুক ও বাসেম নাইম উপস্থিত ছিলেন। এদিকে রাশিয়ার পক্ষ থেকে বৈঠকে অংশ নেন রুশউপ-পররাষ্ট্রমন্ত্রী এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকার জন্য মনোনীত প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি মিখাইল বোগদানভ।
বৈঠকে হামাস প্রতিনিধিদল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গাজা যুদ্ধ নিয়ে অবস্থানের প্রশংসা করেছে। এক বিবৃতিতে ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠনটি ইহুদিবাদী সরকারের দ্বারা সংঘটিত গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।
এদিকে হামাস প্রতিনিধিদের রাশিয়ার সফরের নিন্দা জানিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, আমরা রুশ সরকারকে অবিলম্বে হামাস সন্ত্রাসীদের বের করে দেওয়ার আহ্বান জানাচ্ছি।
গত ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত সাড়ে ৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দাবি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় ২ হাজার ৭০০। আর আহত ১৭ হাজারের বেশি মানুষ।