দখলদার ইসরাইলি প্রধানমন্ত্রীর নীতির প্রতিবাদে ইহুদিবাদীরা তেল আবিবে বিক্ষোভ সমাবেশ করেছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের বোমা হামলার মধ্যেই ইহুদিবাদী বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বিতর্কিত বিচারিক সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে আবারও বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা তেল আবিব থেকে জেরুজালেমের প্রধান সড়ক অবরোধ করে।
ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী ইতামার বিন গাভির বলেছেন, বিক্ষোভকারী নৈরাজ্যবাদীদেরকে সড়ক অবরোধ করতে দেওয়া হবে না। বেনিয়ামিন নেতানিয়াহু গত জানুয়ারিতে বিচার বিভাগীয় সংস্কার প্রস্তাব করেছিলেন।
এই সংস্কার পরিকল্পনা অনুযায়ী বিচার ব্যবস্থার ক্ষমতা হ্রাস করা হবে এবং বিচারিক বিষয়ে নির্বাহী ও আইন প্রণেতাদের হস্তক্ষেপ বাড়ানো হবে।
দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু এই সংস্কার পরিকল্পনা পেশ করার ফলে ইসরাইল জুড়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তার মন্ত্রিসভার বিরুদ্ধে সপ্তার পর সপ্তা ধরে বিক্ষোভ, ধর্মঘট করেছে বিক্ষোভকারীরা। অনেক বিশ্লেষক ইসরাইলের বিরুদ্ধে বিস্ময়কর আল-আকসা অভিযানের জন্য নেতানিয়াহুর ওই বিচারিক সংস্কার পরিকল্পনার সাথে ইসরাইলিদের বিরোধকে দায়ী করেছেন।