আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে সিরিয়ায় অবস্থিত ইরানের ইসলামিক রেভলিউশনারী গার্ড কর্পসের (আইআরজিসি) দুটি স্থাপনায় হামলা চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর হামলা চালানোর প্রতিক্রিয়ায় বাইডেন সিরিয়ায় আক্রমণের নির্দেশ দেন।
সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও রকেট হামলার সময় একজন মার্কিন ঠিকাদার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এছাড়া আহত হন ২১ মার্কিন সেনা।
সিরিয়ার হামলার বিষয়ে এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, এ হামলা ইসরায়েল ও হামাসের মধ্যকার চলমান যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট নয়। এটি ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে আমাদের অবস্থানকে পরিবর্তন করবে না।