১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ইসরাইলের হামলা থামাতে বিশ্বনেতাদের প্রতি ফিলিস্তিনের আহবান

ইসরাইলের হামলা থামাতে বিশ্বনেতাদের প্রতি আহবান জানিয়েছে জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মানসুর। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের এক জরুরি বৈঠকে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

এসময় ফিলিস্তিনি প্রতিনিধি গাজায় বোমা হামলায় নিহত শিশুদের নিয়ে কিছু ঘটনা পড়ে শোনান। ভাষণের শুরুতেই রিয়াদ মানসুর ইসরাইলের বিমান হামলা থেকে গাজার বেসামরিক মানুষের জীবন বাঁচাতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান।

মানসুর জাতিসংঘের সাধারণ পরিষদে কূটনীতিকদের উদ্দেশে বলেন, ‘যখন আর কোনো উপায় নেই, তখন অভিভাবক হিসেবে আপনি কী বেছে নেবেন। যখন সর্বত্র কেবল মৃত্যু, কেবল ধ্বংসযজ্ঞ।’

ফিলিস্তিনি প্রতিনিধি মানসুর বলেন, গাজার ৪০ শতাংশের বেশি বাড়িঘর ধ্বংস করে দিয়েছে ইসরাইল। তিনি বলেন, এতে গৃহহীন হচ্ছেন গাজার বাসিন্দারা। ইসরাইল গাজার বাসিন্দাদের ‘জোরপূর্বক অন্যত্র স্থানান্তরের’ চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইল-ফিলিস্তিন সংঘাত আজ ২০ দিনে গড়িয়েছে। এখনো প্রতিদিন অবরুদ্ধ গাজায় নারকীয় বোমা বর্ষণ করে চলেছে ইসরাইলি বাহিনী। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত এ উপত্যকাটিতে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ২৮। তাদের মধ্যে শিশু ২ হাজার ৯১৩টি। নারী ১ হাজার ৭০৯ ও বৃদ্ধ ৩৯৭ জন। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন প্রায় ৫০০ জন।

ইসরাইলের হামলা থামাতে বিশ্বনেতাদের প্রতি ফিলিস্তিনের আহবান

আপডেট : ০২:৩৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩

ইসরাইলের হামলা থামাতে বিশ্বনেতাদের প্রতি আহবান জানিয়েছে জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মানসুর। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের এক জরুরি বৈঠকে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

এসময় ফিলিস্তিনি প্রতিনিধি গাজায় বোমা হামলায় নিহত শিশুদের নিয়ে কিছু ঘটনা পড়ে শোনান। ভাষণের শুরুতেই রিয়াদ মানসুর ইসরাইলের বিমান হামলা থেকে গাজার বেসামরিক মানুষের জীবন বাঁচাতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান।

মানসুর জাতিসংঘের সাধারণ পরিষদে কূটনীতিকদের উদ্দেশে বলেন, ‘যখন আর কোনো উপায় নেই, তখন অভিভাবক হিসেবে আপনি কী বেছে নেবেন। যখন সর্বত্র কেবল মৃত্যু, কেবল ধ্বংসযজ্ঞ।’

ফিলিস্তিনি প্রতিনিধি মানসুর বলেন, গাজার ৪০ শতাংশের বেশি বাড়িঘর ধ্বংস করে দিয়েছে ইসরাইল। তিনি বলেন, এতে গৃহহীন হচ্ছেন গাজার বাসিন্দারা। ইসরাইল গাজার বাসিন্দাদের ‘জোরপূর্বক অন্যত্র স্থানান্তরের’ চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইল-ফিলিস্তিন সংঘাত আজ ২০ দিনে গড়িয়েছে। এখনো প্রতিদিন অবরুদ্ধ গাজায় নারকীয় বোমা বর্ষণ করে চলেছে ইসরাইলি বাহিনী। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত এ উপত্যকাটিতে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ২৮। তাদের মধ্যে শিশু ২ হাজার ৯১৩টি। নারী ১ হাজার ৭০৯ ও বৃদ্ধ ৩৯৭ জন। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন প্রায় ৫০০ জন।