১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সিরিয়ায় দুই মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশের একটি মার্কিন সেনা ঘাঁটিতে একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই অঞ্চলের দু’টি সেনা ঘাঁটিতে মার্কিন বিমান হামলার একদিন পর আজ (শুক্রবার) সকালে মার্কিন ঘাঁটিতে ওই বিস্ফোরণ হলো।

নিজস্ব একাধিক সূত্রের বরাত দিয়ে লেবাননের আল-মায়াদিন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, সিরিয়ার কনোকো গ্যাস ক্ষেত্রে ওই মার্কিন সেনা ঘাঁটিটি অবস্থিত। ইরাকের জনপ্রিয় হাশদ আশ-শাবি বাহিনীর টেলিগ্রাম চ্যানেল সাবেরিন নিউজ দাবি করেছে, ওই মার্কিন ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে।

এছাড়া ইরাকের উত্তরাঞ্চলীয় এরবিল বিমানবন্দরের কাছে মার্কিন সেনাদের বিরুদ্ধে ড্রোন হামলা চালানো হয়েছে বলেও খবর পাওয়া গেছে। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার রাতে সিরিয়ার পূর্বাঞ্চলীয় দু’টি সেনা ঘাঁটিতে মার্কিন বাহিনী বিমান হামলা চালায়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ‘আত্মরক্ষার’ স্বার্থে ওই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, গত ১৭ অক্টোবর থেকে ইরাক ও সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে ধারাবাহিক হামলার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার রাতের ওই হামলা চালানো হয়েছে। ঘাঁটি দু’টি ইরানি সেনাবাহিনী ও ইরান-সমর্থিত গ্রুপগুলো ব্যবহার করে বলে অস্টিন দাবি করেন।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের নির্বিচার গণহত্যার প্রতি আমেরিকার সমর্থনের প্রতিবাদে চলতি মাসে ইরাক ও সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের ওপর বেশ কয়েকটি হামলা হয়। বৃহস্পতিবার পেন্টাগন জানায়, তাদের ঘাঁটিগুলো ১৬টি হামলার শিকার হয়েছে যদিও এসব হামলায় ক্ষয়ক্ষতি খুব কম হয়েছে বলে দাবি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তারা মধ্যপ্রাচ্যে আর কোনো সংঘর্ষে জড়াতে চান না। তিনি এমন সময় এ দাবি করলেন যখন নতুন করে মধ্যপ্রাচ্যে ৯০০ সেনা মোতায়েন করার কথা ঘোষণা করেছে আমেরিকা। সুত্র: পার্সটুডে

সিরিয়ায় দুই মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

আপডেট : ০২:৫৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশের একটি মার্কিন সেনা ঘাঁটিতে একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই অঞ্চলের দু’টি সেনা ঘাঁটিতে মার্কিন বিমান হামলার একদিন পর আজ (শুক্রবার) সকালে মার্কিন ঘাঁটিতে ওই বিস্ফোরণ হলো।

নিজস্ব একাধিক সূত্রের বরাত দিয়ে লেবাননের আল-মায়াদিন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, সিরিয়ার কনোকো গ্যাস ক্ষেত্রে ওই মার্কিন সেনা ঘাঁটিটি অবস্থিত। ইরাকের জনপ্রিয় হাশদ আশ-শাবি বাহিনীর টেলিগ্রাম চ্যানেল সাবেরিন নিউজ দাবি করেছে, ওই মার্কিন ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে।

এছাড়া ইরাকের উত্তরাঞ্চলীয় এরবিল বিমানবন্দরের কাছে মার্কিন সেনাদের বিরুদ্ধে ড্রোন হামলা চালানো হয়েছে বলেও খবর পাওয়া গেছে। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার রাতে সিরিয়ার পূর্বাঞ্চলীয় দু’টি সেনা ঘাঁটিতে মার্কিন বাহিনী বিমান হামলা চালায়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ‘আত্মরক্ষার’ স্বার্থে ওই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, গত ১৭ অক্টোবর থেকে ইরাক ও সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে ধারাবাহিক হামলার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার রাতের ওই হামলা চালানো হয়েছে। ঘাঁটি দু’টি ইরানি সেনাবাহিনী ও ইরান-সমর্থিত গ্রুপগুলো ব্যবহার করে বলে অস্টিন দাবি করেন।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের নির্বিচার গণহত্যার প্রতি আমেরিকার সমর্থনের প্রতিবাদে চলতি মাসে ইরাক ও সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের ওপর বেশ কয়েকটি হামলা হয়। বৃহস্পতিবার পেন্টাগন জানায়, তাদের ঘাঁটিগুলো ১৬টি হামলার শিকার হয়েছে যদিও এসব হামলায় ক্ষয়ক্ষতি খুব কম হয়েছে বলে দাবি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তারা মধ্যপ্রাচ্যে আর কোনো সংঘর্ষে জড়াতে চান না। তিনি এমন সময় এ দাবি করলেন যখন নতুন করে মধ্যপ্রাচ্যে ৯০০ সেনা মোতায়েন করার কথা ঘোষণা করেছে আমেরিকা। সুত্র: পার্সটুডে