ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গাজায় প্রবেশ করেছে শত শত ইসরায়েলি ট্যাংক

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • / ৩৪৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজায় একেকটা রাত কাটছে বিভীষিকার মধ্য দিয়ে। একের পর এক এসে বোমা পড়ছে। হাসপাতালও বাদ দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। শুক্রবার রাতভর বোমা হামলার পর শনিবার সীমান্ত পেরিয়ে গাজায় প্রবেশ করতে থাকে শত শত ইসরায়েলি ট্যাংক। এগুলো এখন গাজা ভূখণ্ডেই রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, শুক্রবার রাতে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বেশি বোমা হামলা হয়। এর আগে এক রাতে সেখানে এত বোমা পড়েনি। এ কারণে গাজায় ‘পুরোপুরি বিশৃঙ্খল’ পরিস্থিতি তৈরি হয়েছে।

শনিবার ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর (আইডিএফ) এক মুখপাত্র জানান, এরই মধ্যে ইসরায়েল স্থল অভিযান শুরু করেছে। এখনও ট্যাংকগুলো গাজার অভ্যন্তরেই রয়েছে। সেখানে হামাসের সঙ্গে লড়াই চলছে। এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল।

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং অবিলম্বে মানবিক ত্রাণ সহায়তা পাঠানোর আহ্বানের একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। আমেরিকার নিউইয়র্কে শুক্রবার সংখ্যাগরিষ্ঠ ১২০ ভোটে পাস হয় প্রস্তাবটি। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আরব দেশগুলোর পক্ষ থেকে জর্ডান জাতিসংঘে প্রস্তাবটি উত্থাপন করে। আমেরিকা-ইসরায়েলসহ ১৪ টি দেশ এর বিপক্ষে ভোট দেয়। আর প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল ৪৫ দেশ।

সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবটিতে গাজায় অবিলম্বে একটি টেকসই ও দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়। সেইসঙ্গ মানবিক সহায়তা ও ত্রাণ সরবরাহ নিরাপদ করা, অঞ্চলটির উত্তরাংশের বাসিন্দাদের সরে যাওয়ার ব্যাপারে ইসরায়েলের নির্দেশ বাতিল করা, এই যুদ্ধে সব বেসামরিক জিম্মিকে মুক্ত করার কথাও বলা হয়। প্রস্তাবটিতে সরাসরি হামাসের নাম উল্লেখ করা হয়নি।

জাতিসংঘ সাধারণ পরিষদের এই অধিবেশনে এদিন আমেরিকা এবং কয়েকটি ইউরোপীয় দেশের পক্ষ থেকে আরেকটি প্রস্তাব উত্থাপন করে কানাডা, যেখানে হামাসের হামলার নিন্দা জানানো হয়। তবে প্রস্তাবটিতে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা না জানানো নিয়ে প্রশ্ন তোলেন পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি। প্রস্তাবের পক্ষে ৮৮টি ভোট পড়ে। তবে সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে ব্যর্থ হওয়ায় পাস হয়নি নিন্দা প্রস্তাবটি।

তিন সপ্তাহ ধরে গাজায় ফিলিস্তিনির স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত সাড়ে ৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় ২ হাজার ৭০০। আর আহত ১৭ হাজারের বেশি মানুষ। এ পর্যন্ত ইসরায়েলি ৪ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাজায় প্রবেশ করেছে শত শত ইসরায়েলি ট্যাংক

আপডেট সময় : ১১:৫৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

গাজায় একেকটা রাত কাটছে বিভীষিকার মধ্য দিয়ে। একের পর এক এসে বোমা পড়ছে। হাসপাতালও বাদ দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। শুক্রবার রাতভর বোমা হামলার পর শনিবার সীমান্ত পেরিয়ে গাজায় প্রবেশ করতে থাকে শত শত ইসরায়েলি ট্যাংক। এগুলো এখন গাজা ভূখণ্ডেই রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, শুক্রবার রাতে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বেশি বোমা হামলা হয়। এর আগে এক রাতে সেখানে এত বোমা পড়েনি। এ কারণে গাজায় ‘পুরোপুরি বিশৃঙ্খল’ পরিস্থিতি তৈরি হয়েছে।

শনিবার ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর (আইডিএফ) এক মুখপাত্র জানান, এরই মধ্যে ইসরায়েল স্থল অভিযান শুরু করেছে। এখনও ট্যাংকগুলো গাজার অভ্যন্তরেই রয়েছে। সেখানে হামাসের সঙ্গে লড়াই চলছে। এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল।

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং অবিলম্বে মানবিক ত্রাণ সহায়তা পাঠানোর আহ্বানের একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। আমেরিকার নিউইয়র্কে শুক্রবার সংখ্যাগরিষ্ঠ ১২০ ভোটে পাস হয় প্রস্তাবটি। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আরব দেশগুলোর পক্ষ থেকে জর্ডান জাতিসংঘে প্রস্তাবটি উত্থাপন করে। আমেরিকা-ইসরায়েলসহ ১৪ টি দেশ এর বিপক্ষে ভোট দেয়। আর প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল ৪৫ দেশ।

সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবটিতে গাজায় অবিলম্বে একটি টেকসই ও দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়। সেইসঙ্গ মানবিক সহায়তা ও ত্রাণ সরবরাহ নিরাপদ করা, অঞ্চলটির উত্তরাংশের বাসিন্দাদের সরে যাওয়ার ব্যাপারে ইসরায়েলের নির্দেশ বাতিল করা, এই যুদ্ধে সব বেসামরিক জিম্মিকে মুক্ত করার কথাও বলা হয়। প্রস্তাবটিতে সরাসরি হামাসের নাম উল্লেখ করা হয়নি।

জাতিসংঘ সাধারণ পরিষদের এই অধিবেশনে এদিন আমেরিকা এবং কয়েকটি ইউরোপীয় দেশের পক্ষ থেকে আরেকটি প্রস্তাব উত্থাপন করে কানাডা, যেখানে হামাসের হামলার নিন্দা জানানো হয়। তবে প্রস্তাবটিতে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা না জানানো নিয়ে প্রশ্ন তোলেন পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি। প্রস্তাবের পক্ষে ৮৮টি ভোট পড়ে। তবে সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে ব্যর্থ হওয়ায় পাস হয়নি নিন্দা প্রস্তাবটি।

তিন সপ্তাহ ধরে গাজায় ফিলিস্তিনির স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত সাড়ে ৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় ২ হাজার ৭০০। আর আহত ১৭ হাজারের বেশি মানুষ। এ পর্যন্ত ইসরায়েলি ৪ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস।