ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পুলিশের ওপর হামলা করেছে বিএনপি: ডিবি প্রধান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • / ৪৪৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশের কাছ থেকে সমাবেশের অনুমতি নিয়ে পুলিশের ওপরই বিএনপি নেতা-কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

রাজধানীর কাকরাইল মোড়ে বিএনপি-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই অভিযোগ করেন হারুন।

হারুন বলেন, সমাবেশগুলো শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে করার কথা, ডিএমপি কমিশনারের কাছ থেকে তারা এমন শর্তে অনুমতি নিয়েছে। কিন্তু হঠাৎ পুলিশের ওপর বিএনপি নেতা-কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এরপর আমরা তাদের সরিয়ে দিই।

পরে বিএনপি সমর্থকেরা কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনের গেট ভেঙে সেখানে রাখা গাড়িতে আগুন দেয়। চিফ জাস্টিজের ভবনে ভাঙচুর করে বলেও অভিযোগ করেন হারুন।

এসময়য় জামায়াতের সমাবেশ নিয়ে হারুন বলেন, জামায়াতও পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেছে। আমরা সজাগ আছি, নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আইনানুগ ব্যবস্থা নেব।

এসময় সকল হামলার ঘটনায় যারা জড়িত তাঁদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলেন এই পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

পুলিশের ওপর হামলা করেছে বিএনপি: ডিবি প্রধান

আপডেট সময় : ১১:৪৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

পুলিশের কাছ থেকে সমাবেশের অনুমতি নিয়ে পুলিশের ওপরই বিএনপি নেতা-কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

রাজধানীর কাকরাইল মোড়ে বিএনপি-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই অভিযোগ করেন হারুন।

হারুন বলেন, সমাবেশগুলো শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে করার কথা, ডিএমপি কমিশনারের কাছ থেকে তারা এমন শর্তে অনুমতি নিয়েছে। কিন্তু হঠাৎ পুলিশের ওপর বিএনপি নেতা-কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এরপর আমরা তাদের সরিয়ে দিই।

পরে বিএনপি সমর্থকেরা কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনের গেট ভেঙে সেখানে রাখা গাড়িতে আগুন দেয়। চিফ জাস্টিজের ভবনে ভাঙচুর করে বলেও অভিযোগ করেন হারুন।

এসময়য় জামায়াতের সমাবেশ নিয়ে হারুন বলেন, জামায়াতও পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেছে। আমরা সজাগ আছি, নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আইনানুগ ব্যবস্থা নেব।

এসময় সকল হামলার ঘটনায় যারা জড়িত তাঁদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলেন এই পুলিশ কর্মকর্তা।