ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হরতালের অস্ত্র ভোঁতা হয়ে গেছে: কাদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:১৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • / ৪৩৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির নৈরাজ্যের হরতাল কেউ মানবে না। হরতালের অস্ত্র ভোঁতা হয়ে গেছে।’ এসময় রাজধানীতে সমাবেশ ঘিরে বিএনপি নৈরাজ্যের প্রতিবাদে কাল সারা দেশে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশ থেকে এ কর্মসূচির ডাক দেন ওবায়দুল কাদের।

বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডের পুরনো চেহারা আবারো জাতির সামনে উন্মোচিত হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কেন আজকে প্রধান বিচারপতির বাড়িতে হামলা হলো জবাব দিতে হবে। পুলিশের গায়ে যারা হাত দিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না। বিএনপি নোংরা, খুনী, সন্ত্রাসী দল। আবারো পুরনো চেহারা দেখিয়েছে জাতির সামনে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেখবো ওরা (বিএনপি) কি করে? বাড়াবাড়ি নোংরামির অস্ত্রবাজির বাংলার মাটিতে শাস্তি হবে। বিচার হবে। কোন ছাড় নয়। খেলা হবে প্রস্তুত হয়ে যান। সেমিফাইনাল সামনে, তারপর ফাইনাল। নির্বাচনে ফাইনাল খেলা।’

এসময় ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিকে শিক্ষা দিতে হবে। এদের স্বভাব হায়েনার মতো পরিস্কার, ক্ষমা করা যাবে না। জবাব আমরা দেবো। মুক্তিযুদ্ধের চেতনা আবার জাগিয়ে তুলবো। পশ্চিমারা নাকি উৎসাহ দিচ্ছে। দুর্বলের পক্ষে কেউ থাকে না। জামাতও স্থান ত্যাগ করলো। আওয়ামী লীগ থাকবে মাঠে।’

সমাবেশের নামে বাড়াবাড়ি ও অস্ত্রবাজির শাস্তি অবশ্যই বাংলার মাটিতে দেওয়া হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নৈরাজ্যের হরতাল কেউ মানবে না। আগামীকাল মহানগর, থানা, জেলা উপজেলায় শান্তি সমাবেশের ঘোষণা দেন তিনি।’

এদিকে, সমাবেশে পুলিশি হামলার অভিযোগ এনে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বেলা আড়াইটার দিকে বিএনপির নয়াপল্টনের সমাবেশের দুদিকে অবস্থান নেয় পুলিশ। নিক্ষেপ করা হয় বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল। এর পরপরই মির্জা ফখরুল স্টেজ থেকে বেলা ৩টা ১০ মিনিটে হরতালের ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

হরতালের অস্ত্র ভোঁতা হয়ে গেছে: কাদের

আপডেট সময় : ০৩:১৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির নৈরাজ্যের হরতাল কেউ মানবে না। হরতালের অস্ত্র ভোঁতা হয়ে গেছে।’ এসময় রাজধানীতে সমাবেশ ঘিরে বিএনপি নৈরাজ্যের প্রতিবাদে কাল সারা দেশে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশ থেকে এ কর্মসূচির ডাক দেন ওবায়দুল কাদের।

বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডের পুরনো চেহারা আবারো জাতির সামনে উন্মোচিত হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কেন আজকে প্রধান বিচারপতির বাড়িতে হামলা হলো জবাব দিতে হবে। পুলিশের গায়ে যারা হাত দিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না। বিএনপি নোংরা, খুনী, সন্ত্রাসী দল। আবারো পুরনো চেহারা দেখিয়েছে জাতির সামনে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেখবো ওরা (বিএনপি) কি করে? বাড়াবাড়ি নোংরামির অস্ত্রবাজির বাংলার মাটিতে শাস্তি হবে। বিচার হবে। কোন ছাড় নয়। খেলা হবে প্রস্তুত হয়ে যান। সেমিফাইনাল সামনে, তারপর ফাইনাল। নির্বাচনে ফাইনাল খেলা।’

এসময় ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিকে শিক্ষা দিতে হবে। এদের স্বভাব হায়েনার মতো পরিস্কার, ক্ষমা করা যাবে না। জবাব আমরা দেবো। মুক্তিযুদ্ধের চেতনা আবার জাগিয়ে তুলবো। পশ্চিমারা নাকি উৎসাহ দিচ্ছে। দুর্বলের পক্ষে কেউ থাকে না। জামাতও স্থান ত্যাগ করলো। আওয়ামী লীগ থাকবে মাঠে।’

সমাবেশের নামে বাড়াবাড়ি ও অস্ত্রবাজির শাস্তি অবশ্যই বাংলার মাটিতে দেওয়া হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নৈরাজ্যের হরতাল কেউ মানবে না। আগামীকাল মহানগর, থানা, জেলা উপজেলায় শান্তি সমাবেশের ঘোষণা দেন তিনি।’

এদিকে, সমাবেশে পুলিশি হামলার অভিযোগ এনে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বেলা আড়াইটার দিকে বিএনপির নয়াপল্টনের সমাবেশের দুদিকে অবস্থান নেয় পুলিশ। নিক্ষেপ করা হয় বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল। এর পরপরই মির্জা ফখরুল স্টেজ থেকে বেলা ৩টা ১০ মিনিটে হরতালের ঘোষণা দেন।