০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং অবিলম্বে মানবিক ত্রাণ সহায়তা পাঠানোর আহ্বান জানানো একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুক্রবার সংখ্যাগরিষ্ঠ ১২০ ভোটে পাস হয় প্রস্তাবটি। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আরব দেশগুলোর পক্ষ থেকে জর্ডান জাতিসংঘে প্রস্তাবটি উত্থাপন করে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলসহ ১৪ টি দেশ এর বিপক্ষে ভোট দেয়। আর প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত ছিল ৪৫ দেশ।

সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবটিতে গাজায় অবিলম্বে একটি টেকসই ও দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়। সেইসঙ্গ মানবিক সহায়তা ও ত্রাণ সরবরাহ নিরাপদ করা, অঞ্চলটির উত্তরাংশের বাসিন্দাদের সরে যাওয়ার ব্যাপারে ইসরায়েলের নির্দেশ বাতিল করা, এই যুদ্ধে সব বেসামরিক জিম্মিকে মুক্ত করার কথাও বলা হয়। প্রস্তাবটিতে সরাসরি হামাসের নাম উল্লেখ করা হয়নি।

জাতিসংঘ সাধারণ পরিষদের এই অধিবেশনে এদিন যুক্তরাষ্ট্র এবং কয়েকটি ইউরোপীয় দেশের পক্ষ থেকে আরেকটি প্রস্তাব উত্থাপন করে কানাডা। যেখানে হামাসের হামলার নিন্দা জানানো হয়। তবে প্রস্তাবটিতে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা না জানানো নিয়ে প্রশ্ন তোলেন পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি। প্রস্তাবের পক্ষে ৮৮টি ভোট পড়ে। তবে সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে ব্যর্থ হওয়ায় পাস হয়নি নিন্দা প্রস্তাবটি।

তিন সপ্তাহ ধরে গাজায় ফিলিস্তিনির স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত সাড়ে ৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দাবি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় ২ হাজার ৭০০। আর আহত ১৭ হাজারের বেশি মানুষ। এ পর্যন্ত ইসরায়েলি ৪ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস।

জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস

আপডেট : ০৮:২৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং অবিলম্বে মানবিক ত্রাণ সহায়তা পাঠানোর আহ্বান জানানো একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুক্রবার সংখ্যাগরিষ্ঠ ১২০ ভোটে পাস হয় প্রস্তাবটি। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আরব দেশগুলোর পক্ষ থেকে জর্ডান জাতিসংঘে প্রস্তাবটি উত্থাপন করে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলসহ ১৪ টি দেশ এর বিপক্ষে ভোট দেয়। আর প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত ছিল ৪৫ দেশ।

সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবটিতে গাজায় অবিলম্বে একটি টেকসই ও দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়। সেইসঙ্গ মানবিক সহায়তা ও ত্রাণ সরবরাহ নিরাপদ করা, অঞ্চলটির উত্তরাংশের বাসিন্দাদের সরে যাওয়ার ব্যাপারে ইসরায়েলের নির্দেশ বাতিল করা, এই যুদ্ধে সব বেসামরিক জিম্মিকে মুক্ত করার কথাও বলা হয়। প্রস্তাবটিতে সরাসরি হামাসের নাম উল্লেখ করা হয়নি।

জাতিসংঘ সাধারণ পরিষদের এই অধিবেশনে এদিন যুক্তরাষ্ট্র এবং কয়েকটি ইউরোপীয় দেশের পক্ষ থেকে আরেকটি প্রস্তাব উত্থাপন করে কানাডা। যেখানে হামাসের হামলার নিন্দা জানানো হয়। তবে প্রস্তাবটিতে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা না জানানো নিয়ে প্রশ্ন তোলেন পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি। প্রস্তাবের পক্ষে ৮৮টি ভোট পড়ে। তবে সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে ব্যর্থ হওয়ায় পাস হয়নি নিন্দা প্রস্তাবটি।

তিন সপ্তাহ ধরে গাজায় ফিলিস্তিনির স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত সাড়ে ৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দাবি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় ২ হাজার ৭০০। আর আহত ১৭ হাজারের বেশি মানুষ। এ পর্যন্ত ইসরায়েলি ৪ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস।